দীর্ঘ অপেক্ষার পর কাবুলে শীতের প্রথম তুষার, স্বস্তিতে নগরবাসী

0
11

শীত মৌসুমের প্রথম তুষারপাত কাবুল নগরীতে আনন্দ ও নতুন প্রত্যাশার সঞ্চার করেছে। ২২ জানুয়ারি, বৃহস্পতিবার ভোর থেকেই নরম সাদা তুষারফুল ধীরে ধীরে নগরীর ওপর ঝরে পড়তে শুরু করে, যা কাবুলের চিরচেনা দৃশ্যপটকে বদলে দিয়ে চারপাশে এক প্রশান্ত ও আনন্দঘন পরিবেশ সৃষ্টি করে।

অনেক বাসিন্দা এই তুষারপাতকে আল্লাহর অনুগ্রহ ও রহমতের নিদর্শন হিসেবে দেখছেন। দীর্ঘদিন পর এমন আবহাওয়া পরিবর্তনে তারা সন্তোষ প্রকাশ করেন এবং একে কল্যাণের বার্তা হিসেবে বিবেচনা করেন। তুষার পড়া শুরু হতেই কাবুলের বিভিন্ন এলাকায় তরুণ ও শিশুরা ঘর ছেড়ে রাস্তায় নেমে আসে। শীতল আকাশের নিচে তাদের উচ্ছ্বাস ও নির্মল আনন্দ নগরজুড়ে প্রাণচাঞ্চল্য ছড়িয়ে দেয়।

সাম্প্রতিক বছরগুলোতে কাবুলে বৃষ্টিপাত ও তুষারপাতের পরিমাণ উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় বাসিন্দাদের উদ্বেগ বেড়েছে। অন্যান্য প্রদেশের তুলনায় কাবুলেই এই সংকট বেশি অনুভূত হচ্ছে বলে তারা মনে করেন। ক্রমবর্ধমান বায়ুদূষণ, ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়া এবং ভবিষ্যতে তীব্র পানি সংকটের আশঙ্কা নগরবাসীর দুশ্চিন্তা বাড়িয়ে তুলেছে।

তবে এসব শঙ্কার মধ্যেও মৌসুমের প্রথম তুষারপাত অনেকের মনে আশার সঞ্চার করেছে। তারা মনে করছেন, এই তুষার ভবিষ্যতে পরিবেশের উন্নতি ঘটাতে সহায়ক হবে এবং পানিসম্পদের ওপর ইতিবাচক প্রভাব ফেলবে। কাবুলবাসীর প্রত্যাশা, এই তুষারপাত শীত মৌসুমে আরও বৃষ্টিপাত ও তুষারধারার সূচনা করবে, যা নগরীর প্রাকৃতিক ভারসাম্য পুনরুদ্ধারে ভূমিকা রাখবে।


তথ্যসূত্র:
1. The first snowfall of the winter season has brought joy and renewed hope to residents of Kabul.
https://tinyurl.com/23fndjxs

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধসোমালিয়ার কুধা দ্বীপে শাবাবের অভিযানে নিহত শত্রু সংখ্যা ১৩২ ছাড়িয়েছে, আহত অন্তত ৪৭ সেনা
পরবর্তী নিবন্ধনগর পরিকল্পনায় শৃঙ্খলা আনতে আফগানিস্তানজুড়ে নির্মাণ অনুমোদন কেন্দ্র চালু