দুই দশকের অপেক্ষার অবসান, চালু হতে যাচ্ছে ইমারাতে ইসলামিয়ার আবু নাসর ফারাহি সড়ক

0
0

দীর্ঘ প্রায় দুই দশকের অপেক্ষা ও প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে ফারাহ প্রদেশবাসীর জন্য। বাণিজ্য, যোগাযোগ ও আঞ্চলিক সংযোগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ আবু নাসর ফারাহি মহাসড়কের নির্মাণকাজ আগামী দুই মাসের মধ্যে সম্পন্ন হয়ে যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে বলে জানিয়েছে গণপূর্ত মন্ত্রণালয়।

দীর্ঘসূত্রতা ও অবহেলার কারণে যে সড়কটি বছরের পর বছর ধরে জনদুর্ভোগের প্রতীক হয়ে উঠেছিল, সেটিই এবার ফারাহ প্রদেশের অর্থনৈতিক সম্ভাবনা ও বাণিজ্যিক গতিশীলতার নতুন আশার উৎস হয়ে উঠতে যাচ্ছে।

গণপূর্ত মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ আশরাফ হকশেনাস হাফিযাহুল্লাহ জানান, আবু নাসর ফারাহি মহাসড়কের নির্মাণকাজ প্রথমে ইরানের উদ্যোগে শুরু হয়েছিল এবং বর্তমানে তা বাস্তবায়নের চূড়ান্ত পর্যায়ে রয়েছে। প্রকল্পটি দ্রুত সম্পন্ন করতে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের গণপূর্ত মন্ত্রণালয়ের সঙ্গে ইরানি কর্মকর্তাদের একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তিনি বলেন, অবশিষ্ট কাজ শেষ করার জন্য ইরান সরকার প্রয়োজনীয় বাজেটও বরাদ্দ দিয়েছে। মহাসড়কটির মাত্র ১৫ কিলোমিটার অংশের কাজ এখন বাঁকি আছে।

প্রায় ১২০ কিলোমিটার দীর্ঘ আবু নাসর ফারাহি মহাসড়কটি আবু নাসর ফারাহি সীমান্ত ও মাহিরোড রুট হয়ে ইরানকে সরাসরি ফারাহ শহরের সঙ্গে সংযুক্ত করেছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এই মহাসড়ক চালু হলে ইরানের বন্দর আব্বাস ও চাবাহার বন্দর থেকে আফগানিস্তানে পণ্য পরিবহনের দূরত্ব হেরাত প্রদেশের ইসলাম ক্বালা রুটের তুলনায় প্রায় ৫০০ কিলোমিটার কমে আসবে, যা বাণিজ্য ও যোগাযোগে এক নতুন দিগন্ত উন্মোচন করবে।


তথ্যসূত্র:
1. Abu Nasr Farahi Road Nears Completion After Two Decades
– https://tinyurl.com/3zutz7uc

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধবরগুনায় রাতে প্রবাসীর স্ত্রীর সঙ্গে অবস্থান, পুলিশ সদস্য আটক