
সম্প্রতি দু’টি ভিন্ন ভিন্ন ঘটনায় ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের ২ স্থানীয় মুসলিম বাসিন্দা হত্যার শিকার হয়েছে। বাংলাভাষী শ্রমিকদের বিরুদ্ধে ক্রমবর্ধমান সহিংসতার অংশ হিসাবে তাদেরকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করছেন স্বজনেরা।
নিহতদের মধ্যে একজনের নাম মঞ্জুর আলম লস্কর, বয়স ৩২ বছর। তিনি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার রঙ্গিলাবাদ গ্রামের স্থানীয় বাসিন্দা। তাকে অন্ধ্রপ্রদেশের প্রকাশম জেলার কোমারোলু গ্রামে পিটিয়ে হত্যা করেছে উগ্র হিন্দুত্ববাদীরা।
জানা যায়, মঞ্জুর আলম লস্কর প্রায় এক দশক ধরে অন্ধ্রপ্রদেশে শ্রমিক হিসেবে কাজ করে আসছিলেন। গত ২০ জানুয়ারি অর্থ দাবি করে একটি কল পায় তার পরিবার, অর্থ না দিলে আলম লস্করকে হত্যা করা হবে বলে তারা হুমকি জানায়। এরপরের দিন ২১ জানুয়ারি আলম লস্করের মৃত্যু সংবাদ পাওয়া যায়। নিহতের ভাইয়ের অভিযোগ, বাংলাভাষী মুসলিম হওয়ায় বাংলাদেশী সন্দেহে তাকে টার্গেট করা হয়েছিল।
অপর জন পরিযায়ী শ্রমিকের নাম আলমগীর মণ্ডল, বয়স ২৯। তিনি পশ্চিমবঙ্গের মালদা জেলার হরিশ চন্দ্রপুরের স্থানীয় বাসিন্দা। চেন্নাইয়ের এক রেললাইনের নিকটে তার মৃতদেহ উদ্ধার করা হয়।
প্রায় ১ মাস আগে চেন্নাই আসেন আলমগীর। ১৪ জানুয়ারি সর্বশেষ স্ত্রীর সাথে ফোনালাপের পর তিনি নিখোঁজ হন। গত ২১ জানুয়ারি চেন্নাইয়ের একটি স্টেশনে রেললাইনে কাছে আলমগীর মন্ডলের মৃতদেহ উদ্ধার করা হয়। তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছেন নিহতের পরিবার।
তথ্যসূত্র:
1. https://tinyurl.com/dfzyamyh


