এবার বাংলাদেশিদের লক্ষ্য করে গুলি চালাল আরাকান আর্মি, আহত ২

0
9

কক্সবাজারের টেকনাফের নাফ নদীতে মাছ ধরতে গিয়ে মিয়ানমারের সশস্ত্র সন্ত্রসী সংগঠন আরাকান আর্মির ছোড়া গুলিতে দুই বাংলাদেশি জেলে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) দৈনিক আমার দেশ এক প্রতিবেদনে এ তথ্য জানায়। এ হামলার ঘটনায় আহত জেলেরা হলেন— টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কানজরপাড়া এলাকার শেখ কামালের ছেলে মো. সোহেল (১৬) এবং একই ইউনিয়নের মো. ইউনুসের ছেলে মো. ওবাইদুল্লাহ (১৭)।

হোয়াইক্যং ঝিমংখালী এলাকার ইউপি মেম্বার কবির আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মঙ্গলবার দুপুরের দিকে টেকনাফের হোয়াইক্যং ঝিমংখালী সংলগ্ন নাফ নদীতে নৌকাযোগে মাছ ধরার সময় মিয়ানমার সীমান্তের দিক থেকে আরাকান আর্মির সদস্যরা জেলেদের লক্ষ্য করে আনুমানিক ১০–১৫ রাউন্ড গুলি বর্ষণ করে। এতে মো. সোহেল ও মো. ওবাইদুল্লাহ গুলিতে আহত হন।

তিনি আরও জানান, ঘটনার পর স্থানীয় জেলেরা দ্রুত এগিয়ে এসে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে যান। তবে গুলিবর্ষণের সময় জেলেরা মিয়ানমার সীমান্তে অবস্থান করছিলেন, নাকি বাংলাদেশের জলসীমার ভেতরে ছিলেন— বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি।

বিজিবির ঝিমংখালী কোম্পানি কমান্ডার জানায়, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।


তথ্যসূত্র:
১। নাফ নদীতে আরাকান আর্মির গুলিবর্ষণ, ২ বাংলাদেশি আহত
– https://tinyurl.com/mr49a288

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধকৃষিপণ্য সংরক্ষণে নতুন দিগন্ত: আফগানিস্তানজুড়ে মানসম্মত হিমাগার নির্মাণের পরিকল্পনা
পরবর্তী নিবন্ধনওগাঁতে প্রতিবন্ধী যুবককে বিএনপি নেতাকর্মীদের মারধর