
নওগাঁ-৬ (আত্রাই-রানীনগর) আসনে স্বতন্ত্র প্রার্থীর লিফলেট বিতরণ করার কারণে এক প্রতিবন্ধী যুবককে মারধর করেছে স্থানীয় বিএনপির প্রার্থীর শেখ রেজাউল ইসলাম রেজুর কর্মী ও সমর্থকরা। গত সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে রানীনগর উপজেলার পাকুরিয়া খেলার মাঠসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
গণমাধ্যমসূত্রে জানা যায়, মারধরের শিকার প্রতিবন্ধী ওই যুবকের নাম তানসেন। তার বাড়ি উপজেলার পাকুরিয়া একডালা গ্রামে। বর্তমানে তিনি রানীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
প্রতিবন্ধী যুবক তানসেনের অভিযোগ, ‘আমি সাবেক মন্ত্রী আলমগীর কবিরের মোটরসাইকেল মার্কার লিফলেট বিতরণ করছিলাম। এ সময় পাকুরিয়া খেলার মাঠে আমাকে লিফলেট হাতে দেখতে পেয়ে রানীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোসারব হোসেনের ভাগ্নে লিটন আমাকে আলমগীর কবিরের দালাল আখ্যা দিয়ে মারধর শুরু করে। এ সময় লিটনের সঙ্গে থাকা আরো পাঁচ-সাতজন অপরিচিত যুবকও আমাকে মারধর করে। ঘটনার সময় আমি প্রতিবন্ধী ও অসহায় মানুষ বলার পরও তারা আমাকে মারধর করতে থাকে। পরে স্থানীয় গ্রামের লোকজন এগিয়ে এলে তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে চলে যায়।’
তথ্যসূত্র:
১। স্বতন্ত্র প্রার্থীর প্রচারে প্রতিবন্ধী যুবককে বিএনপির প্রার্থীর সমর্থকদের মারধর
– https://tinyurl.com/224nrvjf


