ঘৃণামূলক বক্তব্যে শীর্ষে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী, ঔদ্ধত্যপূর্ণ অবস্থানে অটল থাকার ঘোষণা পুনর্ব্যক্ত

0
7

ইন্ডিয়া হেট ল্যাবের এক প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালে সর্বাধিক বিদ্বেষমূলক বক্তব্য প্রদান করেছে ভারতের উত্তরাখণ্ড রাজ্যের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। প্রতিবেদনে প্রকাশিত তালিকায় তার নাম শীর্ষস্থানে রাখা হয়েছে। বিগত বছরে তার ৭১টি ঘৃণামূলক বক্তব্য রেকর্ড করেছে ইন্ডিয়া হেট ল্যাব।

কিন্তু এই প্রতিবেদনের প্রতি কোন ভ্রুক্ষেপ না করে নিজের চরম ঔদ্ধত্যপূর্ণ অবস্থান পুনর্ব্যক্ত করেছে এই মুখ্যমন্ত্রী।

২৬ জানুয়ারি ভারতে রিপাবলিক দিবসে এক অনুষ্ঠানের বক্তব্যে সে জানায়, সর্বাধিক ঘৃণামূলক বক্তব্য প্রদানের জন্য একটি এনজিও সংস্থা আমার নাম শীর্ষস্থানে রেখেছে। উক্ত প্রতিবেদনের এই ট্যাগ আমি গ্রহণ করছি। তার মতে, উত্তরাখণ্ডে অবৈধ নাগরিক অনুপ্রবেশ ঘটছে, এখানে জোরপূর্বক ধর্মান্তরিত করা হচ্ছে, হিংসা ছড়ানো হচ্ছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে। এছাড়া সে মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে দেওয়া বক্তব্যকে সঠিক প্রমাণ করতে লাভ জিহাদের মতো ষড়যন্ত্রমূলক ন্যারেটিভকে আবারও সামনে তুলে ধরেছে।

হিন্দুত্ববাদী এই নেতা আরও জানায়, রাজ্যের প্রধান সেবক হিসেবে ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তার জন্য সে কাজ করছে। তাই কেউ যদি তার বক্তব্যকে ঘৃণামূলক বক্তব্য বলে অভিহিত করে, এতে সে কোনও ধরনের পরোয়া করে না, বরং তার এই ধরনের আচরণ পরবর্তীতেও সে চালিয়ে যাবে।

প্রতিবেদনে ঘৃণামূলক বক্তব্য প্রদানে তাকে শীর্ষ অপরাধী হিসাবে চিহ্নিত করা হয়েছে। কিন্তু প্রতিবেদন প্রকাশের কয়েকদিন পর গত ২৪ জানুয়ারি ধর্মান্তরকরণ, দাঙ্গা, লাভ জিহাদ, ভূমি জিহাদ ও থুক জিহাদ প্রসঙ্গগুলো টেনে তার ইসলামবিদ্বেষি অবস্থান সে পুনরায় তুলে ধরে।

অপরদিকে ইন্ডিয়া হেট ল্যাব জানায়, ক্ষমতাসীনরা সাময়িকভাবে জবাবদিহিতা এড়িয়ে যেতে পারে, কিন্তু এই ধরনের দায়মুক্তি চিরকাল চলতে পারে না। উত্তরাখণ্ডে সংখ্যালঘু সম্প্রদায়ের মুখোমুখি হওয়া পরিস্থিতির উপর নিবিড় পর্যবেক্ষণ চালিয়ে যাবে ইন্ডিয়া হেট ল্যাব। ঘৃণা ও সহিংসতা উস্কে দেওয়ার ক্ষেত্রে রাজনৈতিক নেতা ও নির্বাচিত কর্মকর্তারা তাদের দায় এড়াতে পারে না।


তথ্যসূত্র:
1. https://tinyurl.com/24ve5v58

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধসিরাজগঞ্জের চৌহালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যাম্বুলেন্স আছে, চালক নেই
পরবর্তী নিবন্ধস্বচ্ছ নিলাম প্রক্রিয়ায় ৩,৮৩৫ ক্যারেট পান্না বিক্রয় করল ইমারাতে ইসলামিয়া প্রশাসন