
আফগানিস্তানের পাঞ্জশির প্রদেশে সম্প্রতি অনুষ্ঠিত এক নিলামে উল্লেখযোগ্য পরিমাণ পান্না বিক্রি করেছে ইমারাতে ইসলামিয়া প্রশাসন।
পাঞ্জশির প্রদেশের প্রাদেশিক সরকারের গণমাধ্যম দপ্তর জানিয়েছে, সাম্প্রতিক ওই নিলামে পাঞ্জশির প্রদেশের বিভিন্ন খনি থেকে উত্তোলিত মোট ৩ হাজার ৮৩৫ ক্যারেট পান্না স্থানিয় ব্যবসায়ীদের কাছে বিক্রি করা হয়। এসব পান্না বিক্রি থেকে মোট ৯০ হাজার ১১০ ডলার আয় হয়েছে।
স্থানীয় কর্মকর্তারা জানান, প্রদেশটিতে পান্না উত্তোলনের কার্যক্রম সম্পূর্ণভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে। খনিগুলোর ব্যবস্থাপনা স্বচ্ছতার সঙ্গে করা হচ্ছে এবং উত্তোলন প্রক্রিয়ায় নির্ধারিত কারিগরি মানদণ্ড কঠোরভাবে অনুসরণ করা হচ্ছে, যাতে প্রাকৃতিক সম্পদের যথাযথ ব্যবহার ও সংরক্ষণ নিশ্চিত হয়।
স্বচ্ছ ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রিত উত্তোলন প্রক্রিয়ার ফলে পাঞ্জশির প্রদেশের খনিজ সম্পদ থেকে নিয়মিতভাবে রাজস্ব আহরণ সম্ভব হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের তদারকি ও মানসম্মত ব্যবস্থাপনা অব্যাহত থাকলে দেশের খনিজ খাত আরও সুসংগঠিত হবে এবং তা অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
তথ্যসূত্র:
1.In a recent tender, 3,835 carats of emeralds from Panjshir Province were sold to national traders for $90,110.
– https://tinyurl.com/yh7encb9


