
ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিশেষ বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, দেশ ও জনগণের জীবন ও সম্পদের নিরাপত্তা রক্ষা করা তাদের সর্বোচ্চ অগ্রাধিকার। এই দায়িত্ববোধের তাগিদেই শীতকালে জনসাধারণকে সর্বদা জরুরি সহায়তা প্রদানের জন্য বিশেষ বাহিনীর ৫ম যৌথ ব্যাটালিয়নের সদস্যগণ প্রস্তুত রয়েছেন।
বালখ প্রদেশের শোল গারি জেলায় বিশেষ বাহিনীর সদস্যরা নিরাপত্তা টহল পরিচালনা করেন এবং স্থানীয় বাসিন্দাদের সাথে সরাসরি যোগাযোগ করে তাদের সমস্যা ও প্রয়োজনীয় বিষয়গুলো শুনেন। এ সময় তারা এলাকার জনগণকে হিমাঙ্কের এই সময়ে নিরাপদে উপভোগ করতে এবং খোলা বাতাসে হাঁটাচলার মাধ্যমে স্বাস্থ্যকর সময় অতিবাহিত করার পরামর্শ দেন। তাদের এই কার্যক্রম এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষা ও জনগণের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
ইমারাতে ইসলামিয়ার বিশেষ বাহিনীর শীতকালীন এই তৎপরতা নিরাপত্তা বেষ্টনী সুদৃঢ় করার পাশাপাশি জনগণের আস্থা ও সহযোগিতা বৃদ্ধিতে সহায়ক হচ্ছে। বিশেষ বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, জনসেবা ও নিরাপত্তা নিশ্চিতকরণে তাদের এই প্রস্তুতি ও তৎপরতা অব্যাহত থাকবে।
তথ্যসূত্র:
1. Protecting Lives and Property is Our Greatest Responsibility
– https://tinyurl.com/pp646mrr


