২০২৫ সালে ইমারাতে ইসলামিয়া সরকারের অর্থনৈতিক কমিশনে অনুমোদিত পরিকল্পনাসমূহ

0
67

৩১ডিসেম্বর অফিসিয়াল এক্স পোস্টের এক বার্তায় বিগত বছরে ইমারাতে ইসলামিয়ার অর্থনৈতিক কমিশনে অনুমোদিত প্লানসমূহ উপস্থাপন করেছেন মুখপাত্র মৌলভী জাবিহুল্লাহ মুজাহিদ হাফিযাহুল্লাহ। সেই আলোকে ২০২৫ সালে ইমারাতে ইসলামিয়ার অর্থনৈতিক কমিশনে অনুমোদিত পরিকল্পনাসমূহ তুলে ধরা হল:

১. হেরাত প্রদেশে ‘বাম হেরাত’ বিনোদন কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনা;
২. জাতীয় উন্নয়ন কৌশলের খসড়া;
৩. খনি খাতে খসড়া রাজস্ব নীতিমালা;
৪. গুরুত্বপূর্ণ অর্থনৈতিক খাতে স্বনির্ভরতা নীতি ও পরিকল্পনা;
৫. ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের অর্থনৈতিক নীতিমালা;
৬. হিমাগার নির্মাণে বিনিয়োগকারীদের জন্য ৫ বছর কর অব্যাহতি;
৭. খনিজ সম্পদ প্রক্রিয়াজাতকরণ ও রপ্তানি সংক্রান্ত খসড়া নীতিমালা;
৮. ২ বিলিয়ন ২৭৪ মিলিয়ন আফগানি মূল্যে ১০টি বিনিয়োগ প্রকল্প;
৯. ২০.৭ বিলিয়ন আফগানি বিনিয়োগে বিদ্যুৎ উৎপাদন ও সঞ্চালন প্রকল্প স্বাক্ষরিত;
১০. ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে ১০ বিলিয়ন ডলার মূল্যের একটি চুক্তি স্বাক্ষরিত;
১১. উজবেকিস্তানের সাথে ৪টি বিদ্যুৎ সংশ্লিষ্ট প্রকল্প স্বাক্ষরিত, যার মূল্য ২৪৩ মিলিয়ন ডলার।
১২. জনকল্যাণমূলক প্রকল্পে অর্থায়ন মেকানিজম স্বাক্ষরিত;
১৩. ৯,৪০৭ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে চুক্তি ও সমঝোতা স্বারক স্বাক্ষরিত;
১৪. পেট্রোলিয়ামজাত পণ্যের ৫৭টি মান যাচাই-বাছাই নীতিমালা;
১৫. জাওযান প্রদেশের কুশ তেপা ও দারজাব জেলায় বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে একটি প্রকল্প চুক্তি স্বাক্ষরিত।


তথ্যসূত্র:
1. https://tinyurl.com/43u9dyyk

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধসম্ভাবনার পথে অগ্রযাত্রা: ২০২৫ সালে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের অর্থনৈতিক অগ্রগতি
পরবর্তী নিবন্ধমৌলভী জাবিহুল্লাহ মুজাহিদের সাক্ষাতকারঃ ইমারাতে ইসলামিয়ার আন্তর্জাতিক সম্পর্ক ও শাসননীতি