সন্ত্রাসী দল বিজেপির সাংসদ রবি কিষাণের জঘন্য মন্তব্য “ভারত একটি হিন্দু রাষ্ট্র”

0
1263
সন্ত্রাসী দল বিজেপির সাংসদ রবি কিষাণের জঘন্য মন্তব্য “ভারত একটি হিন্দু রাষ্ট্র”

ভারতে সন্ত্রাসী দল বিজেপি ক্ষমতায় আসার পর থেকেই ভারতকে একটি হিন্দু রাষ্ট্রে পরিণত করতে কাজ করে যাচ্ছে। কিন্তু এবার সন্ত্রাসী দল  বিজেপির সাংসদ তথা অভিনেতা রবি কিষাণ বলে বসল ভারত নাকি ‘‌হিন্দু রাষ্ট্র’‌। হ্যাঁ, শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। আর গত বুধবার রবি কিষাণের এই বক্তব্যের পরই দেশজুড়ে বিতর্কের ঝড় বয়ে গিয়েছে।
এদিন সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল নিয়ে বক্তব্য রাখতে গিয়ে সংবাদসংস্থা এএনআইকে রবি বলেছে, ‘ভারতে হিন্দুদের সংখ্যা ১০০ কোটি। তাই স্বাভাবিকভাবেই ভারত একটি হিন্দু রাষ্ট্র। গোটা বিশ্বে অনেক ক্রিশ্চান এবং মুসলিম দেশ রয়েছে। আমাদের সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে ‘‌ভারত’‌ নামে‌ একটি আশ্চর্য দেশ রয়েছে।’ তাঁর প্রশ্ন, ‘‌যদি বিশ্বে ক্রিশ্চান এবং মুসলিম রাষ্ট্র থাকতে পারে, তাহলে হিন্দু রাষ্ট্র থাকতে সমস্যা কোথায়?‌’‌

ইতিমধ্যে কেন্দ্রীয় মন্ত্রীসভায় নাগরিকত্ব বিল পাশ হয়েছে। এই বিলে কেবলমাত্র মুসলিমদেরই লক্ষ্যবস্তু বানানো হয়েছে।‌‌

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধআল-ফিরদাউস সংবাদ সমগ্র || নভেম্বর, ২০১৯ ঈসায়ী ||
পরবর্তী নিবন্ধমাওবাদী নয়,১৭ জন নিরীহ গ্রামবাসীকে খুন করেছিল ভারতীয় সন্ত্রাসী পুলিশ !