বিশ্বসন্ত্রাসী মার্কিন যুক্তরাষ্ট্রের নৌ-ঘাঁটিতে গত ৬ই ডিসেম্বর শুক্রবারে হামলা চালিয়েছেন সৌদি আরবের একজন বৈমানিক (বিমান বা জাহাজ চালনা) প্রশিক্ষণার্থী। এ হামলায় ৩ কুফফার নিহত এবং আরো ৮জন আহত হয়েছে বলে জানা যায়।
বার্তাসংস্থা সিএনএ-এর তথ্য মতে, গত ৬ই ডিসেম্বর শুক্রবারে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ‘ন্যাভাল এয়ার স্টেশন পেনসাকোলা’তে একজন সৌদি আরবিয় বৈমানিক প্রশিক্ষণার্থী ক্রুসেডার মার্কিনীদের লক্ষ্য করে গুলি বর্ষণ শুরু করেন। এতে, ৩ কুফফার নিহত হওয়াসহ আরো প্রায় ৮জন আহত হয়েছে। আহতদের মধ্যে আছে দুইজন ‘শেরিফ’ ডেপুটি অফিসারও। এসময়, এক কাফের ‘শেরিফ’ ডেপুটি অফিসারের পাল্টা গুলিতে হামলাকারী সৌদি বৈমানিক নিহত হয়েছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।
এ ঘটনার পর আমেরিকার গোলাম সৌদি আরবের তথাকথিত বাদশা সালমান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট উন্মাদ ট্রাম্পকে ফোন করে সমবেদনা জানায়।