ভারতে ৫ বছর থাকলেই নাগরিকত্ব পাবে অমুসলিমরা

0
1309
ভারতে ৫ বছর থাকলেই নাগরিকত্ব পাবে অমুসলিমরা

পাকিস্তান, আফগানিস্তান ও বাংলাদেশ থেকে আসা অমুসলিমরা মাত্র পাঁচ বছর শরণার্থী হিসেবে থাকলেই নাগরিকত্ব পাবে ভারতের। তবে ২০১৪ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে তাদের পাঁচ বছর পূর্ণ হতে হবে তাহলেই নাগরিকত্ব পাবে।

গত সোমবার লোকসভায় নাগরিকত্ব সংশোধনী বিল উপস্থাপন করা হবে। ১৯৫৫ সালের মূল আইনে বলা হয়েছিল, নাগরিকত্ব পেতে হলে এ দেশে থাকতে হবে ১১ বছর।

সংশোধিত আইনে কোনো শরণার্থী অমুসলিম হলফনামা দিলেই তাকে নাগরিকত্ব দেওয়া হবে বলে দাবি সন্ত্রাসী দল বিজেপি নেতাদের।

নতুন বিলে বালা হয়েছে ইনার লাইন পারমিট ও ষষ্ঠ তফশিলভুক্ত এলাকায় ওই আইন প্রযোজ্য হবে না। একই দেশে নাগরিকত্বের প্রশ্নে কেন দুই ধরনের নিয়ম আনা হচ্ছে তা নিয়ে প্রশ্ন তুলেছে রাজ্য সভার নেতা ডেরেক ও ব্রায়েন।

তার যুক্তি, আগের অধিবেশনে এক দেশ এবং সংবিধানের যুক্তি দেখিয়ে কাশ্মীরের বিশেষ ক্ষমতা প্রত্যাহার করা হলো। আর পরের অধিবেশনে নাগরিকত্ব দেওয়ার প্রশ্নে দ্বৈত নীতি নিচ্ছে মালাউন সরকার। পুরোটাই হচ্ছে রাজনৈতিক ফায়দার স্বার্থে।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধবিপর্যয়ের শুরু মুদ্রাস্ফীতিতে নয়, ব্যাংক ধসে || [Video]
পরবর্তী নিবন্ধকাশ্মীরে হিন্দুপ্রধান অন্য রাজ্যের কোম্পানি বসাতে জমি চিহ্নিত করছে সন্ত্রাসী মোদি সরকার