ববিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সন্ত্রাসী ছাত্রলীগের সংঘর্ষ, দু’জন হাসপাতালে

0
651
ববিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সন্ত্রাসী ছাত্রলীগের সংঘর্ষ, দু’জন হাসপাতালে

বরিশাল বিশ্ববিদ্যালয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সন্ত্রাসী ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় উভয় পক্ষের দুইজন সন্ত্রাসী আহত হয়েছে।

রবিবার রাত সোয়া ৯টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সংলগ্ন বরিশাল-ভোলা সড়কে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতরা হল, বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসী ছাত্রলীগ নেতা গণিত বিভাগের শেষ বর্ষের ছাত্র মহিউদ্দিন আহমেদ সিফাত এবং রসায়ন বিভাগের শিক্ষার্থী রফিক হাওলাদার।

আহতদের রাতেই শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিডি প্রতিদিন থেকে জানা যায় , ক্যাম্পাসে আধিপত্য বিস্তারের জের ধরে রাত ৯টার পর বরিশাল-ভোলা সড়কে বিবাদমান মহিউদ্দিন শিফাত গ্রুপ এবং ইমন-জিসান গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় তারা শিফাতকে কুপিয়ে আহত করে।

খবর পেয়ে শিফাতের অনুসারীরা পাল্টা হামলা চালিয়ে ইমন-জিসান গ্রুপের রফিক হাওলাদারকে কুপিয়ে আহত করে।

আহত সিফাত জানান, রাজনৈতিক কোন্দলের জের ধরে তার ওপর অতর্কিত হামলা করে মোটরসাইকেলে দ্রুত পালিয়ে যায় দুর্বৃত্তরা।

অপরদিকে আহত রফিকের সহপাঠীরা জানায়, ক্যাম্পাসে মিছিল করাকে কেন্দ্র করে দ্বন্দ্বের জের ধরে রফিকের ওপর হামলা করা হয়।

বরিশাল বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাসী ছাত্রলীগের পক্ষে মিছিল-সমাবেশ হয় প্রায়ই। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সেখানে প্রায়ই তাদের মধ্যে অন্তকলহ হয়। এরই ধারাবাহিকতায় রবিবারের এই সংঘর্ষ।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধফ্রান্সে ইতিহাসের বৃহৎ ধর্মঘট, কঠিন পরীক্ষায় ক্রুসেডারদের সহযোগী প্রেসিডেন্ট ম্যাক্রোঁ
পরবর্তী নিবন্ধনিজের মেয়ের ধর্ষণের কথা গোপন রাখে অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী, দেশের নেতৃত্বে তাহলে এরাই?