ভারতে বাড়ছে অপরাধে জড়িত হিন্দুত্ববাদী মালাউন এমপিদের সংখ্যা

1
708
ভারতে বাড়ছে অপরাধে জড়িত হিন্দুত্ববাদী মালাউন এমপিদের সংখ্যা

ভারতের নির্বাচন পর্যবেক্ষক সংস্থা এসোসিয়েশন ফর ডেমক্রেটিক রিফর্ম (এডিআর) ও ন্যাশনাল ইলেকশন ওয়াচ (নিউ) জানিয়েছে যে, ২০০৯ সাল থেকে ২০১৯ সালের মধ্যে ফৌজদারি মামলা রয়েছে এমন ব্যক্তির নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার হার ২৩১ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

দুটি সংস্থার যৌথ গবেষণায় দেখা গেছে, নারীর বিরুদ্ধে অপরাধ করার জন্য মামলা রয়েছে এমন লোকসভা এমপি সংখ্যা বেড়েছে ৮৫০ শতাংশ।

এ ব্যাপারে এডিআর-নিউ তাদের রিপোর্টে নারীর বিরুদ্ধে সহিংসতার ক্ষেত্রে দণ্ডবিধির বিভিন্ন ধারা উল্লেখ করেছে।

রিপোর্টে বলা হয়, নারীর বিরুদ্ধে সহিংসতার অভিযোগ রয়েছে এমন লোকসভা এমপি সংখ্যা ২০০৯ সালে যেখানে ছিলো ৩৮ জন সেখানে ২০১৯ সালে দাঁড়িয়েছে ১২৬ জন, যা ২৩১ শতাংশ বৃদ্ধি।

অন্যদিকে একই অপরাধ প্রমাণিত হয়েছে এমন এমপি সংখ্যা ২০০৯ সালে যেখানে ছিলো ২ জন সেখানে ২০১৯ সালে হয়েছে ১৯ জন, যা ৮৫০ শতাংশ বৃদ্ধি।

রিপোর্টে আরো বলা হয়, রাজ্য বিধান সভাগুলোর ৪,০৬৩ জন এমপির মধ্যে ৭৫৯ জন ফৌজদারি অপরাধে দণ্ডিত হয়েছেন। 

বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে বিজেপি’র সবেচেয়ে বেশি ২১ জন এমপি’র বিরুদ্ধে নারীর ওপর সহিংসতা চালানোর জন্য মামলা রয়েছে। এর পরে আছে কংগ্রেস ১৬ জন ও ওয়াইএসআর কংগ্রেস ৭ জন।

সংস্থাগুলোর মতে, এতে বুঝা যায় যে নারীর বিরুদ্ধে সহিংসতা নিয়ে রাজনৈতিক দলগুলো তেমন উদ্বিগ্ন নয়।

১টি মন্তব্য

Leave a Reply to ইবনে মুজিব প্রতিউত্তর বাতিল করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধভারতে কথিত নাগরিকত্ব বিল মুসলিমদের বিরুদ্ধে বৈষম্য: হিউম্যান রাইটস ওয়াচ
পরবর্তী নিবন্ধকমছে টাকার মান, বাড়ছে আমদানি ব্যয়