ভারতের রাজ্যসভায় বিতর্কিত মুসলিমবিরোধী নাগরিকত্ব সংশোধনী বিল অনুমোদনের প্রতিবাদে দেওবন্দ এলাকার বিক্ষোভ করায় দেওবন্দের দুই শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা করা হয়েছে।
গত বুধবার সাহরানপুরের এ বিক্ষোভ থেকে প্রায় ২৫০জন মাদরাসা ছাত্রের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
বুধবার মুসলিমবিরোধী নাগরিকত্ব সংশোধনী বিল অনুমোদনের প্রতিবাদে শতাধিক ছাত্র বেরিয়ে আসে রাস্তায়। তারা বিক্ষোভ শুরু করে। দেওবন্দের অনেক ছাত্রই সেখানে অংশ নিয়েছিলো। মামলার মধ্যে দারুল উলুম দেওবন্দের দুই ছাত্রও আছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম জারবে দেওবন্দ।
আজতক এর খবরের বরাতে জানা যায়, বুধবার সন্ধ্যায় দেওবন্দে কয়েক হাজার মুসলমান নামাজের পরে শহরের ভিতরে স্লোগান দিতে দিতে মুজাফফরনগর-সাহারানপুর মহাসড়কের দিকে ছুটে যায়। মালাউন পুলিশ তাদের থামানোর চেষ্টা করে। এসময় প্রতিবাদকারীরা সন্ত্রাসী নরেন্দ্র মোদী, অমিত শাহ এবং সন্ত্রাসী দল বিজেপির বিরুদ্ধে স্লোগান দেয়।
গতকাল শুক্রবার দেওবন্দ মাদরাসায় মালাউন সন্ত্রাসী পুলিশ ও প্রাশাসনিক কর্মকর্তারা চাপ সৃষ্টির জন্য মাদরাসা কর্তপক্ষের সঙ্গে কথা বলে। বৈঠকে দারুল উলুম দেওবন্দকে সরকারের পক্ষ থেকে ছাত্রদের বের হতে নিষেধ করা হয়। কোনো আন্দোলনে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়।
সূত্র: জারবে দেওবন্দ।