বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) মো. আনসার আলী নামের এক শিক্ষার্থীকে মারধর করার অভিযোগ উঠেছে এক সন্ত্রাসী ছাত্রলীগ নেতার বিরুদ্ধে।
ভেটেরিনারি অনুষদের ৪র্থ বর্ষের ও ফজলুল হক হলের আবাসিক শিক্ষার্থী আনসার আলী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর লিখিত অভিযোগে জানান, ‘রবিবার সন্ধ্যা ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের জব্বার মোড়ে কামালের দোকানে চা পান করার সময় আমার হলের সিনিয়র ফজলুল হক হল শাখা সন্ত্রাসী ছাত্রলীগের সহ-সম্পাদক মো শাহ আলম উপস্থিত হয়। তখন তাকে বসতে বললে সে অপমান বোধ করে এবং আমাকে মেরে ফেলার হুমকি দেয়। এরপর বাকৃবি শাখা সন্ত্রাসী ছাত্রলীগের সহ-সম্পাদক মো. মেহেদী হাসান বিপ্লব উপস্থিত হলে তার উসকানিতে শাহ আলম দোকানের লাকড়ি এনে আমার ওপর অতর্কিত হামলা চালায়। এতে আমার ডান হাতের কাঁধের সংযোগস্থল আলাদা হয়ে যায় এবং মাথা ও কপালে প্রচণ্ড আঘাত পাই। ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেছি।’
সুত্রঃ কালের কন্ঠ