মুসলমানদের উপর সন্ত্রাসী রাশিয়ার ভয়াবহ বিমান হামলা : শিশুসহ নিহত ২২

0
1331
মুসলমানদের উপর সন্ত্রাসী রাশিয়ার ভয়াবহ বিমান হামলা : শিশুসহ নিহত ২২

সিরিয়ার মঙ্গলবার দিনভর ভয়াবহ বিমান হামলা চালিয়েছে সন্ত্রাসী রাশিয়া ও বাসার আল আসাদ বাহিনী। দেশটির উত্তর পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশে এই সিরিজ বিমান হামলা চালানো হয়। এতে শিশুসহ অন্তত ২২ জন নিহত হয়েছেন।

ওই হামলায় আহত হয়েছেন আরো বহু লোক। হতাহতদের বেশিরভাগই বেসামরিক মুসলমান।

হোয়াইট হেলমেট নামের সিরিয়ার এক স্বেচ্ছাসেবী দলের বরাতে এ তথ্য জানা গেছে।

ওই স্বেচ্ছাসেবী দলটি জানিয়েছে, ইদলিব প্রদেশের মারেট আল-নুমান জেলার একাধিক শহর ও গ্রামে সিরিজ বিমান হামলা চালিয়েছে সিরিয়ার সরকারি সন্ত্রাসী বাহিনী এবং তাদের মিত্র সন্ত্রাসী রুশ বিমান বাহিনী। এসব হামলার মুখে ওই জেলার বহু মানুষ ঘরবাড়ি ছেড়ে তুরস্কের সীমান্তবর্তী শিবিরগুলোতে আশ্রয় নিয়েছেন।

এদিকে, সিভিল ডিফেন্সের মুখপাত্র আহমেদ শেইখো বলেন, হামলায় তাল মান্নিস শহরে নয়জন, বিদামায় ছয়জন, মাসারানে পাঁচজন এবং আল-কানায়াস ও মার শামশাহ এলাকায় নিহত হয়েছেন একজন করে মোট দুজন।

হামলায় আহত হয়েছেন আরো কয়েক ডজন মানুষ। বেশ কিছু স্থাপনাও ধ্বংস হয়েছে। সেসব ধ্বংসাবশেষে মঙ্গলবার রাতেও চলছিল উদ্ধার কার্যক্রম।

বিমান হামলার বেশ কিছু ভিডিও সামাজিক মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়েছে। এসব ভিডিওতে উদ্ধারকর্মীদের মাসারান শহরের ধ্বংসাবশেষ থেকে আগুনে পোড়া লাশ টেনে বের করতে দেখা গেছে।

সুত্রঃ কালের কন্ঠ

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধভারতীয় ‘ক্রাইম পেট্রল’-এ হত্যার কৌশল দেখে বন্ধুকে হত্যার চেষ্টা তিন শিশুর
পরবর্তী নিবন্ধবন্ধ ঘোষণার চাপ সৃষ্টির লক্ষ্যে দ্বিতীয় দিনের মত দেওবন্দ মাদ্রাসায় সন্ত্রাসী নমো প্রশাসনের গুণ্ডারা