বেঙ্গালুরুতে বিক্ষোভকারীদের ফাঁসাতে হাসপাতালে তাণ্ডব চালালো ভারতীয় সন্ত্রাসী পুলিশ (ভিডিও)

0
802
বেঙ্গালুরুতে বিক্ষোভকারীদের ফাঁসাতে হাসপাতালে তাণ্ডব চালালো ভারতীয় সন্ত্রাসী পুলিশ (ভিডিও)

মুসলিম-বিদ্বেষী সংশোধিত নাগরিকত্ব আইন বাতিলের প্রতিবাদে ভারতে বিক্ষোভরত আন্দোলনকারীদের ওপর দোষ চাপাতে এবার হাসপাতালে তাণ্ডব চালিয়েছে দেশটির পুলিশ সন্ত্রাসী বাহিনী। হাসপাতালে হামলা চালানোর একটি ভিডিও এরইমধ্যে স্যোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। এর আগে আন্দোলনকারীদের ফাঁসাতে গাড়িতে পুলিশের আগুন দেয়ার একটি ভিডিও ভাইরাল হয়েছিল।

শুক্রবার আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে, নাগরিকত্ব আইন বাতিলের প্রতিবাদ-বিক্ষোভে বৃহস্পতিবার সকাল থেকেই উত্তাল ছিল কর্নাটকের বেঙ্গালুরু।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের গুলিতে প্রাণ হারিয়েছেন দুজন। পুলিশ এই গুলি চালনার কথা স্বীকার না করলেও বিক্ষোভকারীদের হঠাতে হাসপাতালের ভেতর পুলিশি তাণ্ডবের ভিডিও সামনে এসেছে। তার পরই বিষয়টি নিয়ে ক্ষোভ উগরে ভারতীয় নাগরিকরা।

বৃহস্পতিবার বেঙ্গালুরু শহরের বিভিন্ন প্রান্তে জড়ো হতে শুরু করেন সাধারণ মানুষ। চলতে থাকে স্লোগান-মিছিল। বেলা গড়াতেই সেই বিক্ষোভ উত্তাল হয়ে ওঠে। সন্ধ্যা পর্যন্তও সেই উত্তাল পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় পুলিশ গুলি চালায়।

তাতে আহত হন জালিল কুদ্রোলি (৪৯) ও নৌশিন বেঙ্গে (২৩)। গুলিতে আহত হওয়ার পর বিকাল ৫টা নাগাদ তাদের নিয়ে যাওয়া হয় হাসপাতালে।

এই খবর ছড়িয়ে পড়তেই বিক্ষোভকারীদের একটা অংশ জড়ো হয় হাসপাতালের সামনে। সেখানে পুলিশ বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সে সময় বিক্ষোভকারীদের হঠাতে লাঠি চার্জ করে পুলিশ। তা থেকে বাঁচতে অনেক বিক্ষোভকারী ঢুকে পড়েন হাসপাতালে।

তাদের ছত্রভঙ্গ করতে হাসপাতালের পার্কিং এলাকা ও প্রবেশ পথের লবি— এই দুই জায়গায় পুলিশ দুটি টিয়ার গ্যাস নিক্ষেপ করে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধকর্ণাটক-উত্তরপ্রদেশে মালাউন পুলিশ সন্ত্রাসীদের গুলিতে নিহত ৩
পরবর্তী নিবন্ধমুসলিমদের দোষ দিতে লুংগি-টুপি পরে ট্রেন ভাংচুর: ধরা খেল সন্ত্রাসী বিজেপি নেতাসহ ৫ গুণ্ডা