ডাকসু ভিপি নুরুল হক নুর ও তার সহযোগীদের ওপর সন্ত্রাসী ছাত্রলীগের হামলার প্রতিবাদ ও জড়িতদের বিচারের দাবিতে উত্তাল হয়ে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয়।
সোমবার সকালে রাজু ভাস্কর্যের পাদদেশে প্রথমে জড়ো হয় বিক্ষোভকারীরা। পরে সেখান থেকে মিছিল বের করেন বিক্ষোভকারীরা।
সন্ত্রাস বিরোধী ছাত্র ঐক্যের ব্যানারে সাধারণ ছাত্রজোটের নেতাকর্মীরা এতে অংশ নেন।
মিছিলে বিক্ষোভকারী স্লোগান দেন ‘আমার ভাই আহত কেন, প্রশাসন জবাব চাই’, ‘ছাত্রলীগের কালো হাত, ভেঙে দাও গুড়িয়ে দাও’, ‘সনজিতের কালো হাত, ভেঙে দাও গুড়িয়ে দাও’, ‘সাদ্দামের কালো হাত, ভেঙে দাও গুড়িয়ে দাও’, ‘জেগেছে রে জেগেছে, ঢাবি জেগেছে। ”
এই রিপোর্ট লেখা পর্যন্ত তাদের বিক্ষোভ মিছিল চলছিল। এতে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতৃবৃন্দ, ছাত্র ফেডারেশনের ঢবি শাখার সভাপতি আবু রায়হান খানসহ সাধারণ শিক্ষার্থীরা অংশ নন।
সুত্রঃ বিডি প্রতিদিন