এবারে ভারতীয় মুসলিমদের দেশ ছাড়তে বললো গুজরাটের সন্ত্রাসী মুখ্যমন্ত্রী রুপানি

1
779
এবারে ভারতীয় মুসলিমদের দেশ ছাড়তে বললো গুজরাটের সন্ত্রাসী মুখ্যমন্ত্রী রুপানি

বিজেপির সন্ত্রাসী বিজয় রুপানি। ভারতের গুজরাটের মুখ্যমন্ত্রী। সম্প্রতি ভারতের নাগরিতকত্ব আইন ও এনআরসি নিয়ে চলমান উত্তাল আন্দোলনে ঘি ঢেলে দিয়ে নতুন বিতর্কে জন্ম দেয় রুপানি। নাগরিকত্ব আইনের পক্ষে আয়োজিত র‌্যালী পূর্ব সমাবেশের এক বক্তব্যে  বলেছে, ‘মুসলিমদের জন্য দেড়শ দেশ আর হিন্দুদের জন্য শুধুই ভারত।

দ্য হিন্দুস্তান টাইমস-এর তথ্য মতে, ‘নাগরিকত্ব বিলের পক্ষে ২৪ ডিসেম্বর মঙ্গলবার গুজরাটে ৬২টি ব়্যালির প্রদর্শনী হয়। আমেদাবাদের র‌্যালিতে অংশগ্রহণ করে রূপানি বলেছে, ‘মুসলমানদের জন্য বিশ্বে ১৫০টি দেশ রয়েছে। তারা সেখানে যেতে পারেন। কিন্তু হিন্দুদের জন্য একটিই দেশ, আর তাহলো ভারত। মুখ্যমন্ত্রী দাবি করে, ‘মুসলমানদের জন্য বিশ্বে ১৫০টি দেশ রয়েছে। তারা সেখানে যেতে পারে। কিন্তু, হিন্দুদের জন্য একটি-ই দেশ রয়েছে, তাহলো ভারত।’

নাগরিকত্ব বিল নিয়ে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী সবাইকে মিথ্যে অভয় দিয়ে বলছে, কারোর ভয় পাওয়ার কোনো কারণ নেই। কিন্তু মুখ্যমন্ত্রী বিজয় রূপানির আসল রহস্য ফাঁস করে দিয়েছে, তার ভাষায়-

‘বিজেপির অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি ছিল এনআরসি। অভিবাসী নাগরিকদের তাড়াতে এনআরসি লাগু হবেই। পাশাপাশি তার দাবি, ভোটের আগে বিজেপি বলেছিল, কাশ্মীরের ৩৭০ ধারা বিলোপ করা হবে, সিএএ লাগু হবে, রাম জন্মভূমি তৈরি হবে। বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার সবকটিই পূরণ করতে সক্ষম হয়েছে।

১টি মন্তব্য

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধএবার ত্রিপুরায় যুবককে পিটিয়ে মারল গো-সন্ত্রাসী মালাউনরা
পরবর্তী নিবন্ধভারতে আরেকটি মুসলিম বিরোধী তালিকা করছে সন্ত্রাসী মোদি সরকার