ভারতের ১৩০ কোটি মানুষই হিন্দু- সন্ত্রাসী দল আরএসএস প্রধান মোহন ভগবত।

0
717
ভারতের ১৩০ কোটি মানুষই হিন্দু- সন্ত্রাসী দল আরএসএস প্রধান মোহন ভগবত।

ভারতে বসবাসকারী ১৩০ কোটি মানুষই হিন্দু। এমনটাই দাবি করেছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সন্ত্রাসী দল (আরএসএস) প্রধান মোহন ভগবত। সে বলেছে, কে হিন্দু তার একটা নির্দিষ্ট সংজ্ঞা আমাদের রয়েছে। সে আরও বলেছে, আমরা মনে করি যারা এই দেশকে ভালোবাসেন, যারা এই দেশের অগ্রগতি চান, তারা সবাই হিন্দু। সুতরাং ভারতের ১৩০ কোটি জনগণই হিন্দু। খবর ওয়ান ইন্ডিয়ার।

আরএসএস প্রধান আরও বলেছে, আমরা এটাই মনে করি। তবে কেউ আমাদের সঙ্গে এ বিষয়ে ভিন্ন মত পোষণ করতেই পারেন। বুধবার হায়দরাবাদের সারুনগর স্টেডিয়ামে অনুষ্ঠিত রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের বিজয় সংকল্প শিবিরে এমন মন্তব্য করেন। আরএসএসের ওই সভায় প্রায় ২০ হাজার স্বয়ংসেবক সন্ত্রাসী উপস্থিত ছিল।

মোহন ভগবত বলেছে, যিনি ভারতের সন্তান, তিনি যে কোনো ভাষায় কথা বলতে পারেন, যে কোনো ধর্মের হতে পারেন। তিনি হিন্দু ধর্মের না হয়ে অন্য ধর্মের অনুসারী হতে পারেন। কিন্তু সংঘের কাছে এদেশের ১৩০ কোটি মানুষের সবাই হিন্দু সমাজের।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধমুসলিম বিরোধী আইনের প্রতিবাদে বিক্ষোভে গুলি চালানোর কথা স্বীকার ভারতীয় সন্ত্রাসী পুলিশের
পরবর্তী নিবন্ধএনপিআর হল এনআরসির প্রথম ধাপ!