নেত্রকোনার কেন্দুয়ায় কথিত বাল্যবিবাহের অজুহাতে শরীয়ত সম্মত বিয়ের আয়োজনটি অবশেষে পণ্ড করে দেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাগুত আল-ইমরান রুহুল ইসলাম বৃহস্পতিবার রাত ৯টার দিকে আওয়ামী দালাল বাহিনী পুলিশ নিয়ে বিয়েবাড়িতে গিয়ে ওই বিয়ে পণ্ড করে দেন। ঘটনাটি ঘটেছে উপজেলার মোজাফরপুর ইউনিয়নের তেলিপাড়া গ্রামে।
উপজেলা ও পুলিশ প্রশাসন সূত্র জানায়, উপজেলার হারুলিয়া গ্রামের নূর আলমের ছেলে রিমন মিয়ার সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল পাশের তেলিপাড়া গ্রামের এক মাদরাসাছাত্রীর। এ উপলক্ষে বৃহস্পতিবার রাতে বিয়ের সব ধরণের আয়োজন করছিল মেয়েটির পরিবার। বরবেশে রিমন মিয়া এবং বরযাত্রীরাও যথারীতি চলে আসেন বিয়েবাড়িতে। এক পর্যায়ে রাত ৯টার দিকে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদুজ্জামানকে সঙ্গে নিয়ে বিয়েবাড়িতে গিয়ে হাজির হন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল-ইমরান রুহুল ইসলাম। এরপর ইউএনও আল-ইমরান রুহুল ইসলাম এ বিয়ে পন্ড করে দেন। বিবাহ বন্ধনে আবদ্ধ হবে না মর্মে বর ও কনের কাছ থেকে জোর করে মুচলেকাও আদায় করা হয়।
সুত্রঃ কালের কন্ঠ
This is very urgent signal of Muslim Ummah, sad full news.