ইসলামের নিয়ম-কানুন নিয়ে কথা বলায়, উইঘুর ইমামের ২০ বছর কারাদণ্ড

1
1522
ইসলামের নিয়ম-কানুন নিয়ে কথা বলায়, উইঘুর ইমামের ২০ বছর কারাদণ্ড

ইসলামের নিয়ম-কানুন নিয়ে কথা বলায় উইঘুরে এক মসজিদের ইমামকে কারাদণ্ড দিয়েছে চীনের একটি আদালত। কারাদণ্ড দিয়েছে তার স্ত্রী ও ছেলেকেও।

জানা গেছে, ইসলাম পালনে তিনি খুবই গুরুত্ব দিতেন। তাকে দেখে অন্যরাও উদ্বুদ্ধ হতো।

বার্তা সংস্থা,ডকুমেন্টিং অপ্রেশন এগেইনস্ট মুসলিম জানিয়েছে, করকাশ মসজিদের ইমাম আবলাজান বাকরিকে ২০ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। পাশাপাশি তার স্ত্রীকে ৪ বছর এবং তার ছেলেকে ৬ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।

১টি মন্তব্য

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধফেসবুক তৈরি ছিল ‘ভয়ংকর ভুল’ : জাকারবার্গ
পরবর্তী নিবন্ধসোমালিয়া | মুজাহিদদের হামলায় ৪ এরও অধিক মুরতাদ সৈন্য নিহত!