বিগত বেশ কয়েকম ধরে চলছে ইরাকী মুরতাদ সরকারের দুর্নীতি ও শিয়া প্রধান ইরানের আধিপত্যকে প্রশ্রয় দেওয়াসহ জনসাধারণের অধিকার ও তাদেরকে দেওয়া কথা মত কাজ না করায় সাধারণ ইরাকী মুসলিমদের বিক্ষোভ।
তুর্কি ভিত্তিক “আনাদোলু নিউজ এজেন্সি” অনুসারে ইরাক জুড়ে এখনো দেশটির মুরতাদ সরকার বিরুধী বিক্ষোভ চলছে। এরই ধারাবাকিতায় গত সোমবারেও কয়েক ডজন বিক্ষোভকারী কারবালায় অবস্থিত মুরতাদ শিয়াদের জনপ্রিয় “বদর” সংস্থার সদর দফতরে আগুন দিয়েছেন।
এছাড়াও বিক্ষোভকারী ইরাকী জনসাধারণ কারবালার কেন্দ্রস্থলে গভর্ণর ভবন অবরোধ করারও চেষ্টা করেন। তবে এসময় বিক্ষোভকারী ইরাকী জানসাধারণকে সেখান থেকে সরাতে দেশটির মুরতাদ বাহিনী লাঠিচার্জ, টিয়ার গ্যাসের ক্যান্টিন, জলকামান নিক্ষেপসহ বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলিও চালায়।
ইরাকী মুরতাদ সরকার বেশ কয়েকমাস ধরে চলমান এই বিক্ষোভের মুখোমুখি হচ্ছে, এসময় ইরাকী মুরতাদ বাহিনী সাধারণ বিক্ষোভকারীদের সাথে সহিংসতায় জড়িয়ে পড়ে। যার ফল সরূপ ইরাকী মুরতাদ বাহিনী হামলা চালিয়ে 500 শতাধিক সাধারণ লোককে হত্যা করেছে এবং 17,000 এরও বেশি লোককে আহত করেছে।