২৪ বছর পর দেশে ফিরেই সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন যুক্তরাষ্ট্রপ্রবাসী

1
1344
২৪ বছর পর দেশে ফিরেই সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন যুক্তরাষ্ট্রপ্রবাসী

যুক্তরাষ্ট্রে গ্রিনকার্ডের আশায় ২৪ বছর কাটিয়ে দিয়েছিলেন রুহুল আমিন। সেই গ্রিন কার্ড পেয়ে দেশে ফিরেছিলেন তিনি। কিন্তু ঘরে ফিরতে পারেননি। দেশে ফেরার ব্যাপারে বেশ রোমাঞ্চিত ছিলেন রুহুল।

ফেসবুকে লিখেছিলেন, ‘২৪ বছর পর বাংলাদেশে যাচ্ছি’। ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে নিতে এসেছিলেন বাবা-মা ও স্বজনরা। নিজের বাড়ি সিলেটে ফেরার পথে দুর্ঘটনায় প্রাণ হারান রুহুল।

বুধবার রাতে ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রুহুল আমিন সিলেটের বিয়ানীবাজার উপজেলার কুড়ারবাজার ইউনিয়নের বৈরাগিবাজার খশির নামনগর গ্রামের আলিম উদ্দিনের ছেলে। দুর্ঘটনায় রুহুলের পরিবারের আরও চার সদস্য গুরুতর আহত হয়েছেন।

স্থানীয়রা জানান, ঢাকামুখী ট্রাকের ধাক্কায় রুহুল আমিনদের বহনকারী হাইয়েস গাড়িটি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে প্রাণ হারান আমেরিকা রুহুল।

নিহতের স্বজনরা জানান, নাগরিকত্বের আশায় রুহুল আমিনের ২৪টি বছর কেটেছে আমেরিকায়। অবশেষে নাগরিকত্ব পেয়ে দেশেও ফিরেছেন। কিন্তু জন্মমাটি সিলেটের বিয়ানীবাজারে ফেরার পথেই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাবা-মায়ের চোখের সামনেই প্রাণ হারান তিনি।

সূত্রঃ বিডি প্রতিদিন

১টি মন্তব্য

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধশাম | আবু জারিফ এলাকার উপর মুজাহিদদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা!
পরবর্তী নিবন্ধমোদির বাবার জন্মসনদ দেখতে চেয়েছে অনুরাগ কাশ্যপ