বকেয়া বেতন-ভাতার দাবিতে রাজধানীর শ্যামলীতে মিরপুর সড়ক অবরোধ করেছেন পোশাক তৈরি কারখানার শ্রমিকরা। গত বৃহস্পতিবার সকাল ৯টা ৫০ মিনিটের দিকে সড়ক অবরোধ করেন কয়েকশ শ্রমিক।
এর আগে সকাল ৯টা থেকেই সড়কে অবস্থান নিতে শুরু করেন শ্রমিকরা। এ সময় থেকে গাড়ি সামনে এগোতে না পারায় গাবতলী থেকে ফার্মগেট এবং আশপাশের সব সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। সড়কের দুপাশে আটকা পড়েছে কয়েকশ গাড়ি।
কে এম শহিদুল ইসলাম নামে একজন বলেন, ‘দুই ঘণ্টারও বেশি সময় ধরে ক্রিয়েটিভ ফ্যাশনের শ্রমিকেরা বেতন-ভাতার দাবিতে সড়কে অবস্থান নিয়েছেন। দুপাশে প্রায় ৮০০ শ্রমিক অবস্থান নিয়েছেন।
বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, দীর্ঘদিন ধরে তাদের বেতন ভাতা বন্ধ। বারবার দাবি জানিয়েও বেতন হচ্ছে না। তাই তারা সড়কে অবস্থান নিয়েছেন।
সূত্রঃ আমাদের সময়