খাদ্যাভাবে ভুগছে আফ্রিকার ৪৫ মিলিয়ন মানুষ: সাহায্যের আবেদন!

0
601

বার বার খরা, বন্যা ও অর্থনৈতিক বিপর্যয়ের পর আফ্রিকার দক্ষিণাঞ্চলের ১৬টি দেশ খাদ্য অভাবে ভুগছে।

আফ্রিকার দক্ষিণাঞ্চলের ডাব্লুএফপি’র আঞ্চলিক প্রধান লোলা কাস্ট্রো বলেন, এরকম খাদ্য অনিরাপত্তা আমি আগে কখনও দেখিনি। আর প্রমাণাদি বিশ্লেষণ করে দেখা যায়, সামনের দিকে যার অবস্থা আরও অবনতির দিকে যাচ্ছে।

তিনি আরও জানান, প্রাকৃতিক দুর্যোগ সাইক্লোনের সময় আবার এসেছে। তবে এ বছর আমরা আর সাইক্লোনের ক্ষতি পোষাতে পারবো বলে মনে হচ্ছে না। যদি সঠিক মত দাতা দেশগুলো সাহায্য না দেয় তাহলে এটি একটি নিশ্চিত মহামারি রূপ নেবে।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধ‌‘কোনো আন্দোলনেই নাগরিকত্ব আইন বাতিল হবে না’:-দিলীপ ঘোষ
পরবর্তী নিবন্ধপশ্চিমবঙ্গের শহর থেকে গ্রামে এনআরসি, সিএএ নিয়ে ভয়ের আবহ!