ফিলিস্তিনিদের বিল্ডিং ইহুদিদের দিয়ে দিতে বর্বর ইজরাইলি আদালতের নির্দেশ

0
1206
ফিলিস্তিনিদের বিল্ডিং ইহুদিদের দিয়ে দিতে বর্বর ইজরাইলি আদালতের নির্দেশ

জেরুজালেমের সিলওয়ান পাড়ায় ফিলিস্তিনিদের মালিকানাধীন একটি বিল্ডিং উচ্ছেদ করে তা সন্ত্রাসী ইজরাইলি বসতি স্থাপনকারীদের হাতে ফিরিয়ে দেয়ার রায় দিয়েছে ইজরাইলের একটি আদালত। গতকাল এই রায় ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছে ওয়াদি হিলওয়ে ইনফরমেশন সেন্টার। খবর ওয়াফা নিউজ এজেন্সি।

রায়ে আদালত ফিলিস্তিনি পরিবারগুলোকে আগস্টের ভেতর বিল্ডিং অর্পণ করতে আদেশ দিয়েছে।

বিল্ডিংয়ের একটি অ্যাপার্টমেন্টের মালিক মাজন দ্বেইন বলেন, পাঁচ তলার ভবনটি পাঁচটি অ্যাপার্টম্যান্ট নিয়ে গঠিত। ভবনের জমিটি ১৯৬৩ সালে তার দাদা ক্রয় করেছিলেন।

ওয়াদি হিলওয়ে ইনফরমেশন সেন্টার জানিয়েছে, গত বছর ৮৮ ফিলিস্তিনি পরিবারকে তাদের বাড়ি ইহুদি বসতি স্থাপনকারীদের দিয়ে দিতে আদালত নির্দেশ দেয়।

 

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধধামরাইয়ে প্রকাশ্যে পিটিয়ে ৭ লাখ টাকা লুট, আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি
পরবর্তী নিবন্ধদিল্লি থেকে দেওবন্দের ঈদগাহ; জেগে উঠছে পুরুষদের পাশাপাশি নারীরাও