কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুরের বক্তব্য শুনেই পড়ুয়াদের গুলি চালিয়েছে হিন্দু যুবক: আপ

0
983

কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুরের বক্তব্যই তাতিয়ে তুলেছে রামভক্ত গোপালকে। বৃহস্পতিবার জামিয়ার পড়ুয়াদের মিছিলে গুলি চালায় এক যুবক। সেই ঘটনা ঘিরেই তোলপাড় গোটা দেশ। ঘটনার যথাযথ তদন্তের আবেদন জানিয়ে দিল্লি পুলিশ কমিশনারকে চিঠি লিখেছে আপের আইনি শাখা। চিঠিতে আপ দাবি জানিয়েছে, দিল্লিতে নির্বাচনী প্রচারে এসে বিতর্কিত ভাষণ দিয়েছিল কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর। ভাষণে তাঁর সরাসরি নিশানা ছিল শাহিনবাগ। সেই প্রসঙ্গেই কেন্দ্রীয় মন্ত্রী বলেছিল, ‘‌দেশকে গদ্দারো কো.‌.‌.‌’‌ সভায় উপস্থিত হিন্দুত্ববাদী সন্ত্রাসীরা চেঁচিয়ে বলতে থাকে, ‘‌গোলি মারো সালো কো’‌। রীতিমতো হিংসা ছড়াতে উস্কানি দিয়েছিল কেন্দ্রীয় মন্ত্রী। সেই ভাষণের পরই শাহিনবাগে বন্দুক হাতে পৌঁছে গিয়েছিল এক হিন্দু সন্ত্রাসী । আর তারপরই ঘটে জামিয়ার পড়ুয়াদের মিছিলে গুলি ছোড়ার ঘটনা। কেন্দ্রীয় মন্ত্রীর ভাষণের কারণেই পড়ুয়াদের শান্তিপূর্ণ মিছিলে গুলি ছোড়ার সাহস পেয়েছে রামভক্ত গোপাল। এমনটাই দাবি আপের। কেউ কিছু বুঝে  ওঠার আগেই বিক্ষোভকারীদের উদ্দেশ্য করে ‘ইয়ে লো আজাদি’ বলে গুলি চালিয়েছে অভিযুক্ত ওই যুবক। পাশে পুলিশ থাকলেও নির্বিকার ভাবে দাঁড়িয়ে থাকতে দেখা যায় পুলিশকে। পরে তার অপরাধ ধামাচাপা দিতে ওই যুবককে নাবালক ছিল বলে প্রচার করা হয়।

এমনকি, জামিয়ায় পড়ুয়াদের উপর হামলাকারী সন্ত্রাসীকে সম্মানিত করবে বলেও ঘোষণা দিয়েছে সন্ত্রাসী দল হিন্দু মহাসভা।

একই সঙ্গে তাঁরা আরো ঘোষণা করেছে, ওই হামলাকারীর সমস্ত আইনি খরচ জোগাবে হিন্দু মহাসভা।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধ‘ডিল অব দ্য সেঞ্চুরি’ প্রত্যাখ্যান করে মুসলিম দেশগুলোর রাস্তায় লাখো মানুষ
পরবর্তী নিবন্ধরাজশাহী সীমান্ত থেকে পাঁচ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে হিন্দুত্ববাদী সন্ত্রাসী বিএসএফ