ভারতের উগ্র হিন্দুত্ববাদী সংগঠন বিশ্ব হিন্দু মহাসভার সভাপতি রঞ্জিত বচ্চন নিহত হয়েছে। রোববার দেশটির উত্তরপ্রদেশের লখনৌয়ের ব্যস্ততম বাণিজ্যিক এলাকা হজরতগঞ্জে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে সে নিহত হয়।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি’র এক প্রতিবেদন থেকে জানা যায়, বলছে, রোববার প্রাতঃভ্রমণে বের হবার পর মোটরসাইকেল আরোহী অজ্ঞাত পরিচয়ের দুই ব্যক্তি রঞ্জিত বচ্চনকে লক্ষ্য করে গুলি চালালে ঘটনাস্থলেই সে মারা যায়। তার মাথায় একাধিক গুলি আঘাত হেনেছে।
কট্টর হিন্দুত্ববাদী বিশ্ব হিন্দু মহাসভা প্রতিষ্ঠার আগে উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টির সঙ্গে সংশ্লিষ্ট ছিল রঞ্জিত বচ্চন।