ভারতের উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ও উগ্র হিন্দুত্ববাদী সন্ত্রাসী যোগী আদিথ্যনাথ দিল্লির শাহিনবাগে শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর গুলি চালানোর হুমকি দিয়েছে।
গত শনিবার দিল্লিতে নির্বাচনী প্রচারণায় এসে যোগী বলেছে, ‘কেউ যদি যুক্তি শুনতে না চায় তাহলে বুলেট দিয়েই তাকে বোঝাতে হবে।’
দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সমালোচনা করে তিনি বলেন, ‘শাহিনবাগের আন্দোলনকারীদের বিরিয়ানি খাওয়াচ্ছেন অরবিন্দ কেজরিওয়াল।’
আগামী শনিবার দিল্লির বিধানভা নির্বাচন উপলক্ষ্যে প্রচারণা শুরু করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
তিনি ঘোষণা করেছেন, ‘বিজেপি দেশে বিরোধীদের সঙ্গে কথা বলবে না, সরাসরি গুলি চালাবে। বিরিয়ানি নয়, বুলেট খাওয়াবে।’
পূর্ব দিল্লির করওয়ালনগর চকের সভা থেকে গেরুয়া শিবিরের এই কট্টরপন্থী নেতা দাবি করেন, যারা সংশোধিত নাগরিকত্ব আইনের বিরোধিতা করছে, তারাই সাতচল্লিশের ভারত ভাগের নেপথ্যে ছিল।
তার মতে, আন্দোলকারীরা নাগরিকত্ব আইনের বিরোধিতা করছে না। আসলে তাদের এই আন্দোলনের একটাই উদ্দেশ্য। বিক্ষোভকারীরা চান না, ভারত বিশ্বের একটি ক্ষমতাধর রাষ্ট্র হয়ে উঠুক।
যোগীর মন্তব্য, ‘এদের পূর্বপুরুষরাই ভারত ভাগ করেছে। আর সেকারণেই তারা ‘এক ভারত, শ্রেষ্ঠ ভারতের’ বিরোধিতা করছে।’
বিতর্কিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে দিল্লির শাহিনবাগে প্রায় একমাস ধরে অবস্থান চলছে। আইনটি বাতিলের দাবিতে মুসলিম নারীরা এ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।