মরুভূমির পঙ্গপালের হানায় অতিষ্ঠ পাকিস্তানের পাঞ্জাবের একটি বৃহৎ অংশ। মাঠের পর মাঠ ফসল ধ্বংস করে দিচ্ছে মরুভূমির পঙ্গপাল।
সমস্যা পিছু ছাড়ছে না ইমরান খান সরকারের। একটার পর একটা সমস্যা লেগেই রয়েছে। অন্য কিছু নয়, এবার খোদ পঙ্গপালের হানায় জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে পাকিস্তানবাসীর।
উল্লেখ্য, ২০১৯ সালের মার্চে পাকিস্তানে প্রথম পঙ্গপালের আক্রমণ হয়েছিল। পরে তা সিন্ধু, দক্ষিণ পাঞ্জাব ও খাইবার পাখতুনখাওয়ায় কমপক্ষে ৯ লাখ হেক্টর জমিতে ছড়িয়ে পড়েছিল। ধ্বংস করে দেয় মাঠের ফসল। গাছের ফলও ক্ষতিগ্রস্ত হয়। এতে কয়েক কোটি রুপির ক্ষতির মুখে পড়ে দেশটি।
তথ্যসূত্র: এক্সপ্রেস ট্রিবিউন, ডন