কাদিয়ানিদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে ঐক্যবদ্ধভাবে বৃহত্তর আন্দোলনে নামছেন ওলামায়ে কেরাম। আজ ২ ফেব্রুয়ারি (রোববার) কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাক কার্যালয়ে শীর্ষস্থানীয় ওলামায়ে কেরামের এক বৈঠক থেকে এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
বৈঠকে তাঁরা সিদ্ধান্ত নিয়েছেন কাদিয়ানিদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে চলতি বছরের ৫ সেপ্টেম্বর রাজধানী ঢাকায় স্মরণকালের বৃহত্তম গণসমাবেশের আয়োজন করা হবে।
এর আগে সকল বিভাগীয় শহরে একটি করে মহাসম্মেলন করা হবে। এসব কার্যক্রম পরিচালনার করা হবে ‘আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওত বাংলাদেশ’-এর ব্যানারে।
সংগঠনটির বর্তমান কমিটি বিলুপ্ত করে আল্লামা শাহ আহমদ শফীকে সভাপতি করে নতুন কমিটি ঘোষিত হয় ওই বৈঠকে।
বৈঠকে কাদিয়ানিদের অমুসলিম ঘোষণার দাবিতে দুর্বার আন্দোলন গড়ে তোলার ব্যাপারে প্রত্যয় ব্যক্ত করেছেন ওলামায়ে কেরাম।
আল্লামা শাহ আহমদ শফীর সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন বেফাক সহসভাপতি মাওলানা নূর হোসাইন কাসেমী, মুফতি ওয়াক্কাস, মাওলানা নুরুল ইসলাম, মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা আতাউল্লাহ ইবনে হাফেজ্জী হুজুর, বেফাক মহাসচিব মাওলানা আব্দুল কুদ্দুছসহ অন্যান্য উলামায়ে কেরাম।