শিক্ষাপ্রতিষ্ঠানে ইসলামহীনতা

    0
    1227

    সেক্যুলারিজমের হানা আজ সবখানে। ইসলামহীনতার প্রবণতা আজ চতুর্দিকে। এ থেকে মুক্ত নয় বর্তমান শিক্ষাপ্রতিষ্ঠানগুলোও। অশ্লীলতায় ছেয়ে যাচ্ছে শিক্ষালয়। ইসলামহীনতায় ঢেকে যাচ্ছে এর পুরোটা সত্তা। চোখকান খোলা রাখুন একটু। সবই দেখতে পাবেন, বুঝতে পারবেন সবকিছুই।

    বোরকা পড়ে স্কুলে যাওয়ায় স্কুল থেকে বের করে দেয়া হয়েছে এক ছাত্রীকে — এমন সংবাদ আজ হামেশাই শোনা যায়। মুসলমানের এ দেশে মুসলমানিত্বের চিহ্নকে সহ্য করা হচ্ছে না। ইদানীং তো ছাত্রীদের ওড়নাকে পর্যন্ত নিষিদ্ধ করা হচ্ছে। ‘কর্তৃপক্ষ’ নামের এসব কুলাঙ্গারদের উদ্দেশ্য কি তবে ছাত্রীদের দেহ সৌন্দর্যে লোলুপ দৃষ্টি দেয়া?

    স্কুলে কোনো অতিথি আসবেন। তাকে বরণ করে নিতে হবে। ফুলের তোড়া নিয়ে সামনে পাঠানো হবে ছাত্রীদেরকেই। এ যেনো ফুলের সাথে মালিনীকেও নিবেদন করা; কেবল ফুলেল শুভেচ্ছা নয়, বরং আরো অন্যকিছু। যে শিক্ষকগুলো ছাত্রীদের সম্মানের কথা বলে, সে শিক্ষকগুলোই আবার ছাত্রীদেরকে ভোগ্যপণ্য বানিয়ে ছাড়ে।

    জাতীয় দিবস। আয়োজন করা হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান। শতশত দর্শক উপস্থিত। স্বেচ্ছায় বা পুরোপুরি অনিচ্ছা সত্ত্বেও উন্মুক্ত মাঠে নামতে হচ্ছে ছাত্রীদেরকে। তারা গাইবে, বিমোহিত করবে দর্শকদের ; দেহ দোলাবে, চোখ ও মনের খোরাক যোগাবে আমন্ত্রিত অতিথিদের। এসব অনুষ্ঠানে যারা উপস্থিত থাকবে না, তাদেরকে করা হবে তিরস্কার, এমনকি হয়তো প্রহারও। এর পরেও কি বলবো না, এ ভোগবাদী সমাজের এসব প্রতিষ্ঠানগুলো ছাত্রীদেরকে ভোগ্যপণ্য বা অন্যের মনোরঞ্জক হিসেবেই ভেবে থাকে?

    বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা — অশ্লীলতার আরেকটি নমুনা। মাঠে খেলতে নামবে ছাত্রীরা। আর দর্শক সারিতে থাকবে শিক্ষক, পরিচালনা পরিষদের সদস্য,  ছাত্র এবং আরো ‘মান্যগণ্য’ ব্যক্তিবর্গ। ছাত্রীরা দৌঁড়াবে, ব্যাডমিন্টন খেলবে, ক্রিকেট-ফুটবল সবই খেলবে, এমনকি সাঁতারেও অংশগ্রহণ করবে। ভেবে দেখুন তো, এ কাজগুলো কতটাই না অশ্লীল! তবুও কি আপনি এ কাজগুলোকে আপনার শালীন সংস্কৃতির অংশ বলবেন? তবুও কি আপনার মনে হবে না, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে লজ্জা-শালীনতাকে ধ্বংস করে দিচ্ছে, দূরে সরিয়ে দিচ্ছে ইসলামি মূল্যবোধ?

    ছেলেমেয়ের ফ্রী মিক্সিং শেখাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোই; অবশ্য শিক্ষাপ্রতিষ্ঠান তো ইট-পাথরে গড়া দালান, এগুলোর শেখানোর যোগ্যতা নেই, শেখায় এর শিক্ষকরা, শেখায় জাফর ইকবালের মতো জানোয়ারেরা, আনিসুল হক, মতিউর রহমানের মতো নরপশুরা, তসলিমা নাসরিনের উত্তরসূরীরা। এসকল ইসলামবিদ্বেষীরাই আপনার সন্তানের যৌবনকে অশ্লীলতায় কাটিয়ে দিতে উৎসাহ যোগাচ্ছে। ফ্রি মিক্সিং এর মাধ্যমে অবাধ যৌনতার প্রচার এরাই করছে। অধিকাংশ শ্রেণিকক্ষে ছেলেমেয়ে একই সাথে বসে। বিশেষ করে পরীক্ষার সময়ে তো একদম পাশাপাশি সিটেই বসতে হয় ওদেরকে। এতে করে সংকোচ-লজ্জার প্রাচীর ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে। আর এর ফলাফল হচ্ছে, অবৈধ প্রেম, শারীরিক সম্পর্ক, ধর্ষণ, চরিত্রের পূর্ণ পদস্খলন। এভাবেই নৈতিকতার ধ্বজাধারীরা অনৈতিকতার প্রসার ঘটাচ্ছে দেদারসে। তবুও আমরা এসব প্রতিষ্ঠানকে, এসকল প্রতিষ্ঠানের হর্তাকর্তাকে পূর্ণমাত্রায় বিশ্বাস করছি, ছেলেমেয়েদেরকে পাঠাচ্ছি নৈতিকতা(!) শেখাতে!
    আপনি দেখে থাকবেন, রমজান মাসেও অনেক স্কুল-কলেজে পরীক্ষা থাকে৷ রোজা রেখে পরীক্ষার প্রস্তুতি নেয়া বা পরীক্ষায় অংশগ্রহণ করা কষ্টসাধ্য বলে অনেকেই রমজানের ফরজ রোজা ছেড়ে দেয়। একটু এদিক-সেদিক করে কি পরীক্ষার শিডিউল করা যায় না? যায়, কিন্তু করা হবে না। কেনো করা হবে না? কারণ ঐ যে, ইসলামহীনতার থাবা। অনেক কলেজ ভার্সিটিতেই পরীক্ষা শুরু হয় দুপুর ১টায়। ১টা থেকে ৫টা। এতে করে অনেকেরই আদায় করা হয় না যোহরের সালাত, এমনকি আসরের সালাতও।

    কাফের-মুশরিকদের সাথে আমাদের শত্রুতা চিরকালীন। মুমিন-মুসলিমই আমাদের জ্ঞাতি, আমাদের ভাই, আমাদের বন্ধু। ইসলামের একটি গুরুত্বপূর্ণ আক্বিদা – আল ওয়ালা ওয়াল বারাআ – আল্লাহর জন্যেই কারো সাথে বন্ধুত্ব রাখা, আল্লাহর জন্যেই কারো সাথে শত্রুতা স্থাপন করা। অথচ স্কুল-কলেজগুলো আমাদের এ আক্বিদাকে ভুলিয়ে দিচ্ছে, লীন করে দিচ্ছে আমাদের স্বকীয়তা; আমাদের সন্তানদের মন-মস্তিষ্কে গেঁথে দিচ্ছে ধর্মনিরপেক্ষতার মতো কুফুরি মতবাদ। হিন্দু-মুসলিমে বন্ধুত্ব হচ্ছে, হচ্ছে গলায় গলায় ভাব। বন্ধুত্বের আহবানে পূজা অনুষ্ঠানে যাচ্ছে মুসলমান ছাত্ররা। কোনো মুশরিক শিক্ষক বা প্রতিষ্ঠানের সাথে যুক্ত অন্য  যেকোনো মুশরিক মারা গেলে, তার আত্মার শান্তি কামনা করে আয়োজন করা হয় প্রার্থনার। হিন্দু-মুসলমান সব ছাত্রকেই অংশগ্রহণ করতে হয় এতে। সূরা বাকারার ১৬১-১৬২ আয়াত নং লক্ষ্য করুন, যেখান থেকে স্পষ্ট হয়, কাফের-মুশরিক-আল্লাহদ্রোহীদের মৃত্যুতে আল্লাহর লানত, ফেরেশতাদের লানত, সমগ্র মানবজাতির লানত। যেখানে আল্লাহ এদেরকে চিরস্থায়ী জাহান্নামি হিসেবে ঘোষণা দিয়েছেন, সেখানে কোন সাহসে কোনো মুসলমান এদের আত্মার শান্তি কামনা করতে পারে? এ যে আল্লাহদ্রোহীতারই এক স্পষ্ট উদাহরণ।

    মালাউন-মুশরিক শিক্ষকরা, সাম্প্রদায়িক সম্প্রতির নামে ইনিয়েবিনিয়ে ইসলামহীনতার বীজ বপন করার চেষ্টা করে মুসলমান শিক্ষার্থীদের অন্তরে। “সব ধর্মই ন্যায়ের কথা বলে, সব ধর্মই সত্যের কথা বলে। সব ধর্মেই রয়েছে নৈতিকতার পাঠ, সব ধর্মেই রয়েছে শালীনতার স্থান। সব ধর্মই মানুষের কথা বলে, সব ধর্মই মানবতার কথা বলে। তাই সব ধর্মই সঠিক। আমাদের উচিত নিজ নিজ ধর্ম সঠিকভাবে পালন করা” – এ জাতীয় মুখরোচক বাণী আওড়িয়ে কোমলমতি শিক্ষার্থীদের মস্তিষ্কে ঢুকিয়ে দেয় যে, ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্মও আছে। অথচ ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্ম গ্রহণযোগ্য নয়। মুসলমান ব্যতীত অন্য কেউই জান্নাতে যাবে না।

    স্কুল-কলেজ বা এ জাতীয় শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ইসলামহীনতাকেই ছড়িয়ে দিচ্ছে। প্রায় ৯০ ভাগ মুসলমানের এ দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে ইসলাম আজ নিগৃহীত। সুতরাং আমরা বলতেই পারি, ইসলামহীনতায় ঢেকে যাচ্ছে শিক্ষালয়গুলো, নীল হয়ে যাচ্ছে সেক্যুলারিজমের থাবায়।


    লেখক: আব্দুল্লাহ আবু উসামা, ইসলামী চিন্তাবিদ।

    মন্তব্য করুন

    দয়া করে আপনার মন্তব্য করুন!
    দয়া করে এখানে আপনার নাম লিখুন

    পূর্ববর্তী নিবন্ধমালাউন মোদী সরকারের নীতি কাশ্মীরিদের মানসিকভাবে অসুস্থ করে তুলছে: রিপোর্ট বিবিসি উর্দু
    পরবর্তী নিবন্ধমুখ থুবড়ে পড়ে আছে উম্মাহ, করণীয় কী?