দিল্লিতে মুসলিম গণহত্যার প্রতিবাদে আজ সিলেটে বিক্ষোভ মিছিল

0
854

ভারতের দিল্লিতে হিন্দুত্ববাদী গেরুয়া সন্ত্রাসীদের নির্বিচারে মুসলিম গণহত্যা ও মসজিদে আগুনের দেয়ার প্রতিবাদে এক বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে তাজপুরের সর্বস্তরের মুসলিম জনতা।

আজ শুক্রবার জুমার পর সিলেটের ওসমানীনগর উপজেলার তাজপুর কদমতলা থেকে বিক্ষোভ মিছিলটি বের হবে।

এ উপলক্ষে গত মঙ্গলবার এশার পর এক জরুরী পরার্মশ সভার আয়োজন করা হয়। সভায় ওসমানীনগর উপজেলার সর্বস্তরের মুসলিম জনতাকে উপস্থিত থেকে মিছিল ও সভাকে সার্বিক সহযোগিতা কামনা করেছেন আয়োজক কমিটি।

এমনিভাবে, গত সপ্তাহেও ভারতের দিল্লিতে মুসলিম গণহত্যা ও মসজিদে আগুন দেয়ার প্রতিবাদে সুনামগঞ্জের তাহিরপুরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার জুমার নামাজের পর সর্বস্তরের জনগণের অংশ নিয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পশ্চিম বাজারে এসে মিলিত হয়।

এসময় বক্তারা বলেন, দিল্লি মসজিদে আগুন লাগাওনি আগুন লাগিয়েছ মুসলমানদের অন্তরে। মুজিববর্ষের বক্তা হিসেবে গেরুয়া সন্ত্রাসীদের বাংলার জমিনে পা রাখতে দেওয়া হবে না বলে হুশিয়ার উচ্চারণ করে এসব কথা বলেন। দলবল নির্বিশেষে ভারতের দিল্লিতে মুসলিম হত্যা ও মসজিদ পুড়ানোর বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান বক্তারা।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধদিল্লিতে মিলছে আরও দেহ, নিহতের সংখ্যা বেড়ে ৫৩!
পরবর্তী নিবন্ধবাংলাদেশের মানুষের বিরোধিতাকে গ্রাহ্য না করে, কসাই মোদির সফর নিশ্চিত করল ভারত