

ভারতের দিল্লিতে হিন্দুত্ববাদী গেরুয়া সন্ত্রাসীদের নির্বিচারে মুসলিম গণহত্যা ও মসজিদে আগুনের দেয়ার প্রতিবাদে এক বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে তাজপুরের সর্বস্তরের মুসলিম জনতা।
আজ শুক্রবার জুমার পর সিলেটের ওসমানীনগর উপজেলার তাজপুর কদমতলা থেকে বিক্ষোভ মিছিলটি বের হবে।
এ উপলক্ষে গত মঙ্গলবার এশার পর এক জরুরী পরার্মশ সভার আয়োজন করা হয়। সভায় ওসমানীনগর উপজেলার সর্বস্তরের মুসলিম জনতাকে উপস্থিত থেকে মিছিল ও সভাকে সার্বিক সহযোগিতা কামনা করেছেন আয়োজক কমিটি।
এমনিভাবে, গত সপ্তাহেও ভারতের দিল্লিতে মুসলিম গণহত্যা ও মসজিদে আগুন দেয়ার প্রতিবাদে সুনামগঞ্জের তাহিরপুরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার জুমার নামাজের পর সর্বস্তরের জনগণের অংশ নিয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পশ্চিম বাজারে এসে মিলিত হয়।