ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় গত বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদ্যাপন উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশে আসছেই। বাংলাদেশের মানুষের বিরোধিতাকে গ্রাহ্য না করেই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রবীশ কুমার নরেন্দ্র মোদির এ সফরের ব্যাপারে নিশ্চিত করেন।
বছরব্যাপী বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উদ্যাপন শুরু হচ্ছে ১৭ মার্চ থেকে। ওই দিনের অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বিশেষভাবে অনুরোধ করেছিল। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রবীশ কুমার বৃহস্পতিবার জানান, প্রধানমন্ত্রী মোদি সেই আমন্ত্রণ গ্রহণ করেছেন। তিনি এ উপলক্ষে ঢাকা সফর করবেন।