খোরাসান | একটি মাদ্রাসা হতে ২৮৬ জন “তালিবুল ইলম” ইফতা ও দাওরাহ সমাপ্ত করেছেন!

2
1872

ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের জানবায তালেবান মুজাহিদিন ও উমারাগণ, কুফ্ফার ও মুরতাদ বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ের পাশাপাশি আফগানিস্তান জুড়ে শিক্ষা, চিকিৎসা ও জনসেবা মূলক কাজ খুব গুরুত্বের সাথে আঞ্জাম দিয়ে আসছেন।

এরই ধারাবাকিতায় গত ১০ মার্চ ইমারতে ইসলামিয়ার নিয়ন্ত্রিত কান্দাহার প্রদেশের “জামি’আয়া আশরাফিয়া দ্বীনি মাদরাসা” এর কয়েকটি বিভাগ হতে প্রায় ২৮৬ জন তালিবুল ইলম (ছাত্র) তাদের শিক্ষা সমাপ্ত করেছেন।

এর মধ্যে ইফতা (শরিয়াহ্ এর উপর পান্ডিত্য) সম্পূর্ণ করেছেন ১৬ জন (মুৃফতী)।

দাওরা (মাওলানা) সমাপ্ত করেছেন ১৪৫ জন।

হিফজ্ সম্পূর্ণ করেছেন ৫৫ জন।

কেরাত (ক্বারী) সমাপ্ত করেছেন আরো ৮৩ জন ছাত্র।

2 মন্তব্যসমূহ

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধবৃদ্ধা নারীকে রডের ছ্যাঁকা দিয়ে বর্বরতা চালাল হিন্দুত্ববাদী বিজেপি সন্ত্রাসী
পরবর্তী নিবন্ধসোমালিয়া | মুজাহিদদের হামলায় ১৫ এরও অধিক কুফ্ফার সৈন্য হতাহত!