ঝুঁকিপূর্ণ হুরাসাগর নদীর ব্রিজ, নেই মেরামতের উদ্যোগ

1
1118

শাহজাদপুর উপজেলার ডায়া গ্রামে হুরাসাগর শাখা নদীর ক্যানেলে নির্মিত ব্রিজটি এখন মারাত্মক ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। সংস্কারের অভাবে যে কোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন এলাকাবাসী।

২০০৬ সালে সম্পূর্ণ অপরিকল্পিতভাবে নির্মিত ব্রিজটি এলাকাবাসীর জন্য মরণ ফাঁদ হয়ে দাঁড়িয়েছে। ডায়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উত্তরপার্শ্বে অবস্থিত এই ব্রিজটি দীর্ঘদিন ধরে লক্কড় ঝক্কড় অবস্থায় থাকলেও যেন দেখার কেউ নেই। গুরুত্বপূর্ণ এই ব্রিজ দিয়ে প্রতিদিন শত শত শিক্ষার্থী হাজার হাজার মানুষ, ডায়া বাজার, ডায়া কমিউনিটি ক্লিনিকসহ উপজেলা সদরে যাতায়াত করে থাকে। ব্রিজটি ক্যানেলের মাঝামাঝি নির্মিত হওয়ায় দুপাশে কাঠের পাটাতন তৈরি করে পথচারীদের যাতায়াতের ব্যবস্থা করা হয়। কিন্তু পাটাতনটি জরাজীর্ণ ও পচে যাওয়ার পাশাপাশি নিচের খুঁটিগুলো ভেঙে যাওয়ায় চলাচল অনুপযোগী হয়ে পড়েছে। ফলে যে কোনো মুহূর্তে পাটাতন ভেঙে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। খবরঃ যায়যায়দিন

এ ব্যাপারে স্থানীয় আওয়ামী লীগ নেতা মকবুল হোসেনকে জানালে তিনি আগের মতোই আশ্বাস দিয়েছেন সংস্কার করার।

১টি মন্তব্য

Leave a Reply to সত্যান্বেষী তাওহিদ প্রতিউত্তর বাতিল করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধপাবলিক প্লেসে হত্যা চলছেইঃ এবার ট্রেনের টয়লেটে যুবকের লাশ
পরবর্তী নিবন্ধএবার লন্ডনে ছুরিকাহত চার কিশোর