আফগানিস্তানে দীর্ঘ সময় পর দখলদারিত্বের অবসান ঘটেছে। আফগানিস্তান থেকে বিদায় নিচ্ছে দখলদার আমেরিকা। আর, তাই দখলদারিত্বের এই অবসানকে উৎযাপন করছেন আফগানিস্তানের সকল স্তরের জনগণ। আফগানজুড়েই চলছে আনন্দোৎসব। আমেরিকা তথা দখলদারদের বিদায়ে খুশি হয়ে সবাই জড়ো হয়েছেন মাঠে-ময়দানে, আলেম-উলামা ও গোত্রীয় নেতারা বক্তব্য রেখেছেন সেখানে। ইসলামী ইমারতের ভবিষ্যত পরিকল্পনায় সফলতার জন্য দোয়া করেছেন। পাশাপাশি, এই প্রয়োজনীয়তার সময়ে ইসলামী ইমারতের মুজাহিদীনের প্রতি সাহায্য অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন। গত ৩রা মার্চ ইসলামী ইমারতের অফিসিয়াল ওয়েবসাইটে এই তথ্যগুলো পিকচারসহ জানানো হয়েছে।
পূর্ববর্তী নিবন্ধআল-ফিরদাউস নিউজ বুলেটিন || মার্চ ২য় সপ্তাহ, ২০২০ ঈসায়ী ||
পরবর্তী নিবন্ধকমছেই না‘গণধর্ষণ’, চরম উৎকন্ঠায় অভিভাবকরা