বড় দরপতন অব্যাহত আছে শেয়ারবাজারে। আজ রোববার লেনদেনের প্রথম আধা ঘণ্টায় দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স হারিয়েছে ১৭৬ পয়েন্ট। নেমে এসেছে ৪ হাজার পয়েন্টের নিচে। অবস্থান করছে ৩ হাজার ৯২৮ পয়েন্টে। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই কমেছে ৪১৬ পয়েন্ট।
ডিএসইতে বেলা ১১টার নাগাদ লেনদেন হয়েছে মাত্র ৯৪ কোটি টাকার। হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে প্রায় সবগুলোর দর কমেছে। ৩১৩ টিরই দাম কমেছে। বেড়েছে মাত্র ৩ টির দর। অপরিবর্তিত আছে ১০ টির দর।
এর আগে ২০১৫ সালের ৪ মে ডিএসইএক্স সূচকটি কমে ৩ হাজার ৯৫৯ পয়েন্টে অবস্থান করে।
গত কার্যদিবস (বৃহস্পতিবার) লেনদেন শেষে ডিএসইএক্স সূচক কমে ১০১ পয়েন্ট।
অপরদিকে সিএসইতে হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে ১২৭ টির দর কমেছে। ২ টির বেড়েছে। অপরিবর্তিত আছে ৩ টির দর।