আশুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে জনসমাগমের সম্ভাবনা থাকা দিনভর যে কথিত কর্মসূচি রয়েছে সেগুলো হলো লাঠি খেলা, পুঁথিপাঠ, সংগীতানুষ্ঠান ও নাটক মঞ্চায়ন। এর বাইরেও কেক কাটা, আনন্দ শোভাযাত্রা, মিলাদ ও দোয়া এবং আলোচনাসভা।
আশুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক হাজি মো. ছফিউল্লাহ ঘোষণা করা কর্মসূচিতে রয়েছে সকাল ৯টায় শেখ মুজিবের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ, সাড়ে ৯টায় জন্মবার্ষিকীর কেক কাটা, ১০টায় আনন্দ শোভাযাত্রা। পরে সাড়ে ১০টায় হাজি আব্দুল জলিল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে মিলাদ ও দোয়া মাহফিল। খবরঃ কালের কন্ঠের
একই স্থানে সকাল ১১টায় আলোচনাসভা, দুপুর আড়াইটায় লাঠি খেলা, বিকেল ৪টায় পুঁথিপাঠ, সন্ধ্যা সাড়ে ৬টায় সংগীতানুষ্ঠান ও রাত সাড়ে ৮টায় নাটক মঞ্চায়ন। কর্মসূচিতে উল্লেখ করা হয়, ‘পলাশী থেকে ধানমণ্ডি’ নামের নাটকে বাংলাদেশের কথিত প্রখ্যাত অভিনেতা-অভিনেত্রীরা অভিনয় করবেন।
একজন মৃত মানুষের নামে এসকল কাজ হারাম হলেও রাজনৈতিক স্বার্থে শরয়ী বিরোধী এসব কাজ করে যাচ্ছে আওয়ামী বাহিনী। জনগনের ঝুঁকি থাকলেও থামছে না তাদের কান্ডজ্ঞানহীন সব কর্মকান্ড।