ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় ১৬,৪৭৯টি লাইট মেশিন গান (এলএমজি) সংগ্রহের জন্য বৃহস্পতিবার ইসরাইল ইউপন্স ইন্ডাস্ট্রিজের সঙ্গে ৮৮০ কোটি রুপির চুক্তি সই করেছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং চুক্তিটি অনুমোদন করেছেন।
চুক্তি করা নেগেভ ৭.৬২ ইনটু ৫১ মিলিমিটার এলএমজি হলো একটি কমব্যাট-প্রুভেন উইপন। বিভিন্ন দেশে অস্ত্রটি ব্যবহার করা হচ্ছে বলে সরকারের এক বিবৃতিতে উল্লেখ করা হয়। এই এলএমজি ভারতীয় মালাউন বাহিনীকে আরো ভয়ংকর করে তুলবে।