প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে দেশজুড়ে সব ধরনের জনসমাগম নিষিদ্ধ করা হয়েছে। এমন পরিস্থিতিতে অদ্ভুত এক কাণ্ড ঘটিয়েছেন রাজশাহীর চারঘাট মডেল থানার ওসি সমিত কুমার কুণ্ডু।
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে সোমবার বিকেলে উপজেলা সদরে চারঘাট বণিক সমিতির সদস্যদের নিয়ে সমাবেশ করেছেন ওসি। পরে ওই সমাবেশের ছবি ওসি তার ফেসবুক আইডিতে পোস্ট করেন। ছবিতে ওই সমাবেশে প্রায় অর্ধশতাধিক ব্যক্তিকে দেখা যাচ্ছে।
জাগোনিউজ২৪ থেকে জানা যায়, জনসমাগম নিষিদ্ধ সত্ত্বেও ওসির এমন কাণ্ডে অনেকেই বিরূপ মন্তব্য করেছেন। অনেকেই একে ‘অসচেতন কাণ্ড’ বলেও মন্তব্য করেছেন।
এ বিষয়ে কথা বলতে ওসি সমিত কুমার কুণ্ডুর সরকারি মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও তিনি ধরেননি।