চা বাগানের শ্রমিকদের কাজ নেই, ঘরে নেই খাবার, নেই কোন ত্রাণ

2
780
চা বাগানের শ্রমিকদের কাজ নেই, ঘরে নেই খাবার, নেই কোন ত্রাণ

চা বাগানের অনিয়মিত শ্রমিক, যাদের বাগানে কাজ নেই। হবিগঞ্জের চুনারুঘাটে ২৪টি চা বাগানে এমন ২০ হাজার শ্রমিক আছেন যারা ছুটা কাজের ওপর র্নিভরশীল। এই শ্রমিকরা চা বাগানের বাইরে ইটভাটা, মাটি কাটার কাজ, গৃহস্থালি, রাজমিস্ত্রীর জোগালিসহ নানা কাজ করে জীবিকা নির্বাহ করেন। প্রতিদিনের রোজগারে তাদের সংসার চলে। কিন্তু সারা দেশ লকডাউন হওয়ার পর গত এক সপ্তাহ তাদের কাজ নেই। ঘরে খাবার নেই। তারা যেমন চা বাগানের মালিক পক্ষ থেকে কোনো সহায়তা পাচ্ছেন না, তেমনি সরকারি সাহায্য থেকেও বঞ্চিত। খবরঃ কালের কন্ঠের

এমন অবস্থায় আজ মঙ্গলবার সকালে শতাধিক অনিয়মিত চা শ্রমিক কোদাল কাঁধে, টুকরি মাথায় নিয়ে খাবারের দাবিতে উপজেলা কমপ্লেক্সের গেটে জড়ো হন। তারা সরকারি ত্রাণের দাবি জানান।

2 মন্তব্যসমূহ

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধইনফোগ্রাফি | ফিলিস্তিনে করোনা ভাইরাসে আক্রান্ত হলেন ১১৭ জন!
পরবর্তী নিবন্ধজাতির সাথে নতুন ধোঁকাবাজি, আইইডিসিআরের একক কর্তৃত্বে নিষ্ক্রিয় ৭ ল্যাব