করোনাভাইরাস ইস্যুতে ভারতীয় মালাউন প্রশাসনের অব্যবস্থাপনা নিয়ে মন্তব্য করায় অসমের এআইইউডিএফ বিধায়ক আমিনুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। আজ (মঙ্গলবার) মালাউন পুলিশ তাঁকে গ্রেফতার করে।
অসমে করোনা আক্রান্তদের জন্য কোয়ারেন্টাইন পরিকাঠামো ও হাসপাতালের পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলার অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয় বলে এনডিটিভি জানিয়েছে।
তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি এক অডিও ক্লিপে দাবি করেছেন, অসমের কোয়ারেন্টাইন কেন্দ্রগুলো বেআইনি অনুপ্রবেশকারীদের রাখার জন্য তৈরি হওয়া ডিটেনশন ক্যাম্পের থেকেও ভয়াবহ ও খারাপ।
কোয়ারেন্টাইন কেন্দ্রগুলোতে চিকিৎসকরা দিল্লির নিজামুদ্দিনে তাবলিগ জামাতের ধর্মীয় অনুষ্ঠানে যোগ দেওয়ার পরে রাজ্যে ফেরা মুসলিমদের প্রতি খারাপ আচরণ করছেন বলেও বিধায়ক আমিনুলের অভিযোগ।
গতকাল (সোমবার) অসমের ধিং কেন্দ্রের বিধায়ক আমিনুল ইসলামকে জিজ্ঞাসাবাদের নামে হয়রানির জন্য মালাউন পুলিশ আটক করেছিল। পরে আজ (মঙ্গলবার) সকালে নগাঁও মালাউন পুলিশ তাঁকে গ্রেফতার করেছে। গ্রেফতার হওয়ায় পর তাঁর দলের কাউকে এখনও পর্যন্ত পাশে দাঁড়াতে দেখা যায়নি।
সূত্র: পার্সটুডে