দেশে করোনাভাইরাসের সংক্রমণ দ্রুতই ছড়িয়ে পড়ছে। গতকাল পর্যন্ত সারাদেশে আক্রান্তের সংখ্যা ৬২৩ জন,সুস্থ হয়েছেন ৩৯ জন এবং মৃতের সংখ্যা বেড়ে ৩৪ জন। দেশে করোনায় আক্রান্ত হয়েছে ৪১ জন চিকিৎসক। এদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক।
গতকাল ১৩ এপ্রিল (সোমবার) সকালে বাংলাদেশ ডক্টরস ফাউন্ডেশনের (বিডিএফ) প্রধান সন্বয়ক নিরূপম দাশ এ তথ্য জানিয়েছেন।
গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ৮ জন চিকিৎসক। ১২এপ্রিল (রবিবার) পর্যন্ত ৩৩ জন চিকিৎসক এ রোগে আক্রান্ত ছিলেন। গতকাল একজন চিকিৎসক করোনা উপসর্গ নিয়ে মারা যায়।
সূত্র: এই সময় 365