করোনার সংকটেও আ’ লীগ নেতার গুদাম থেকে ৭৬৮০ কেজি সরকারি চাল জব্দ!

0
952
করোনার সংকটেও আ’ লীগ নেতার গুদাম থেকে ৭৬৮০ কেজি সরকারি চাল জব্দ!

বরিশালের বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতির একটি গুদাম থেকে ৭ হাজার ৬৮০ কেজি সরকারি চাল উদ্ধার করেছে ভ্রাম্যমান আদালত।

বার্তা সংস্থা প্রথম আলো বরিশালের জেলা প্রশাসন সূত্রে জানিয়েছে, বেলা ১১টায় বানারীপাড়া উপজেলার উত্তরপার বাজারে একটি নামবিহীন দোকান থেকে ৭ হাজার ৬৮০ কেজি চাল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত চালের মধ্যে ইনটেক বস্তা ছিলো ৭টি এবং খালি বস্তা ২৪৯টি। ওই দোকানে খাদ্য অধিদপ্তরের বস্তা খুলে চাল অন্য বস্তায় ভরার চেষ্টা চলছিল।

 

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধভারতে মাওলানা সাদকে হত্যা মামলার পর এবার মানি লন্ডারিংয়ে ফাঁসানোর চেষ্টা !
পরবর্তী নিবন্ধচিকিৎসাখাতের দুর্দশা, এই দায় সরকার কীভাবে এড়াবে?