অভাবী মানুষের প্রশ্নঃ ১০ কেজি চালে আর কয় দিন চলে?

0
1140
অভাবী মানুষের প্রশ্নঃ ১০ কেজি চালে আর কয় দিন চলে?

করোনাভাইরাসের কারণে এক মাস ঘরে বসে আছেন হাতুন্ডা গ্রামের প্রতিবন্ধী আব্দুল হামিদ। হামিদ বলেন, তার এক টাকাও সঞ্চয় বা জমা নাই। স্ত্রী ছেলে-মেয়েসহ ৬ জনের সংসার চলে আমার একার রোজগারে। ত্রাণের ১০ কেজি চালে কয়দিন চলা যায়। করোনার কারণে ঘরে আছি।

হামিদের মতো হবিগঞ্জ চুনারুঘাটের শতাধীক প্রতিবন্ধী ভিকুকের একই কথা। রহমান, বাদশা, আকছির, ফুলবানু, মতিন, রমজান ও আব্দুল হকের মতো প্রতিদিন শতাধীক ভিকুক পৌর শহরের দোকান মালিক, শহরের আসা লোক জনের কাছে ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করে।

লকডাউনের জন্য এক মাস ধরে শহরে লোকজন নেই, দোকানপাট বন্ধ। সারা দিন শহরে ঘুরে আয় রোজগার নেই। সরকারের ত্রাণ সহায়তার জন্য প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরেও সহায়তা যা পাচ্ছেন তা নগণ্য। এ অবস্থায় পরিবার পরিজন নিয়ে অনাহারে অর্ধাহারে দিন কাটছে তাদের পরিবারের। এদের খাদ্য সহায়তায় প্রশাসনের পাশাপাশি সমাজের বিত্তবানদের এগিয়ে আসার জন্য সচেতনমহল আহবান জানিয়েছেন।
খবরঃ কালের কন্ঠ

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধভারতে মালাউনদের মুসলিম বিদ্বেষ, করোনা টেস্ট ছাড়া হাসপাতালে প্রবেশ নিষিদ্ধ করে বিজ্ঞাপন
পরবর্তী নিবন্ধবিচার সালিসে শিক্ষিকা ও তার বাবাকে জুতাপেটা করল মেম্বার!