এবার করোনা মহামারির সময়েই বিক্ষোভে উত্তাল ইসরাইল

0
908
এবার করোনা মহামারির সময়েই বিক্ষোভে উত্তাল ইসরাইল

ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল অবৈধ দেশটির রাজধানী তেল আবিব।

করোনা মহামারির মধ্যেই মুখে মাস্ক এবং শারীরিক দূরত্ব বজায় রেখে সরকারবিরোধী বিক্ষোভ করে অন্তত ২ হাজার মানুষ।

রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী বেনি গ্যান্টের সঙ্গে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর জোট সরকার গঠনের প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হয়।

ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ১৩ হাজারের বেশি মানুষ। মারা গেছে প্রায় দুইশ’। লকডাউনে বন্ধ ব্যবসা বাণিজ্য। স্থবির অর্থনীতি। কঠিন এ পরিস্থিতিতে ব্লু অ্যান্ড হোয়াইট পার্টির প্রধান বেনি গ্যান্ট প্রধানমন্ত্রী নেতানিয়াহুর দল লিকুদ পার্টির সঙ্গে জোট সরকার গঠন করতে যাচ্ছে।

এ খবর ছড়িয়ে পড়তেই প্রতিবাদে উত্তাল হয়ে উঠে রাজধানী তেল আবিবের রাবিন স্কয়ার। কারণ নেতানিয়াহু ঘুষ, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারে অভিযুক্ত। বিক্ষোভকারীরা বলছেন, ব্লু অ্যান্ড হোয়াইট পার্টি নির্বাচনী প্রচারণায় একক সরকারের প্রতিশ্রুতি দিয়েছিলো। তবে হোয়াইট পার্টি বলছে, করোনা পরিস্থিতিতে তা সম্ভব নয়। বিক্ষোভকারীদের অভিযোগ, করোনা সংকটকে মাতৃভূমি এবং শিশুদের ভবিষ্যৎ রক্ষায় সব ধরনের লড়াই করতে আমরা প্রস্তুত। করোনা সংকটকে কাজে লাগিয়ে গণতন্ত্র এবং সরকার ব্যবস্থাকে ধ্বংসের পায়তারা চলছে। দুর্নীতিতে অভিযুক্ত নেতানিয়াহুর সঙ্গে বেনি গ্যান্টের জোট সরকার হতে পারে না।
রিপোর্টঃ ইনসাফ২৪

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধ“মুসলমানদের দমন বাড়াতে করোনাকে ব্যবহার করছে ভারত”
পরবর্তী নিবন্ধপাঠকের মন্তব্য: মাদ্রাসার উস্তাদদের পাশে দাঁড়ান